চট্টগ্রাম জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া অফিসের আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন হতে চট্টগ্রাম জেলায় সর্বমোট ১৪ জন আহত ও অসচ্ছল ক্রীড়াবিদদের মধ্যে আর্থিক অনুদানের চেক হস্তান্তর কার্যক্রম চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সম্পন্ন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক হস্তান্তর করেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন অতি: জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান, অতি: জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আবদুল মালেক ও চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ (কাজল)। প্রধান অতিথি ভবিষ্যতে চট্টগ্রাম জেলায় আরো বেশি সংখ্যক আহত ও অস্বচ্ছল ক্রীড়াবিদদের আর্থিক অনুদান পাওয়ার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।