বঙ্গবন্ধু কাপ জাতীয় সেপাকটাকরো চ্যাম্পিয়নশিপ চট্টগ্রাম আঞ্চলিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সিজেকেএস সেপাক টাকরো কমিটির যগ্ম সম্পাদক মো. সাইফুল্যা মুনিরের সঞ্চালনায় ও সিজেকেএস সেপাকটাকরো কমিটির চেয়ারম্যান নোমন আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে সাবেক মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সেপাক টাকরো এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফারুক ঢালী। এছাড়া উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ট্রেড এন্ড টেকনোলজী এর ব্যবস্থাপনা পরিচালক ইকবাল মোর্শেদ এবং আল বারাকার ব্যবস্থাপনা পরিচালক মো. শোয়েব উল ইসলাম, সিজেকেএস সহ-সভাপতি দিদারুল আলম চৌধুরী, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, মো. মশিউর রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর, নির্বাহী সদস্য আ.ন.ম. ওয়াহিদ দুলাল, হাসান মুরাদ বিপ্লব, নাসির মিঞা,সিজেকেএস কাউন্সিলর ডা: তিমির বরণ চৌধুরী, দিদারুল আলম, রায়হান উদ্দীন রুবেল ও সিডিএফএ কাউন্সিলর সালাউদ্দীন জাহেদ, সিজেকেএস সেপাকটাকরো কমিটির ভাইস চেয়ারম্যান মো. লুৎফুল করিম সোহেল, সম্পাদক সালাউদ্দীন আহমেদ, যুগ্ম সম্পাদক শাহজালাল উদ্দীন, সদস্য আল মামুনুল করিম, হুমায়ুন উদ্দীন চৌধুরী প্রমুখ। বঙ্গবন্ধু কাপ জাতীয় সেপাকটাকরো চ্যাম্পিয়নশিপ চট্টগ্রাম আঞ্চলিক প্রতিযোগিতায় চট্টগ্রাম জেলা দল চ্যাম্পিয়ন হয়। প্রেস বিজ্ঞপ্তি।