বঙ্গবন্ধু কাপ জাতীয় সেপাকটাকরো চ্যাম্পিয়নশিপ চট্টগ্রাম আঞ্চলিক প্রতিযোগিতা গতকাল ২ ডিসেম্বর সকাল ১০ টায় সিজেকেএস প্রশিক্ষণ মাঠে উদ্বোধন হয়। দু’দিনব্যাপী এই প্রতিযোগিতার প্রথম দিনের খেলায় চট্টগ্রাম জেলা দল ৪টি খেলায় জয়লাভ করে। এছাড়া নোয়াখালী জেলা, মৌলভীবাজার জেলা এবং সুনামগঞ্জ জেলা প্রত্যেকে ৩টি করে খেলায় জয়লাভ করে। কুমিল্লা জেলা, কক্সবাবাজর জেলা ও হবিগঞ্জ জেলা ১টি করে খেলায় জয়লাভ করে। প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি সিজেকেএস সহ-সভাপতি দিদারুল আলম চৌধুরী। সিজেকেএস সেপাক টাকরো কমিটির চেয়ারম্যান নোমান আল মাহমুদের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক সাইফুল্যা মুনিরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সম্পাদক সালাউদ্দীন আহমেদ। এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস যুগ্ম সম্পাদক মো. আমিনুল ইসলাম, মো. মশিউর রহমান চৌধুরী, নির্বাহী সদস্য নাসির মিঞা, স্পন্সর প্রতিষ্ঠান ট্রেড এন্ড টেকনোলজীর স্বত্ত্বাধিকারী ইকবাল মোরশেদ, কো-স্পন্সর প্রতিষ্ঠান বারাকার স্বত্ত্বাধিকারী শোয়েবুল ইসলাম, সিজেকেএস সেপাক টাকরো কমিটির ভাইস চেয়ারম্যান মো. লুৎফুল করিম সোহেল, যুগ্ম সম্পাদক শাহজালাল উদ্দিন, এস এম গিয়াস উদ্দীন বাবর, সদস্য মজিবুর রহমান, আল মামুনুল করিম, অংশগ্রহণকারী দলের খেলোয়াড়বৃন্দ, কর্মকর্তাবৃন্দ। আজ ৩ ডিসেম্বর রাত ৯ টায় প্রতিযোগিতার সমাপনী, পুরস্কার বিতরনী ও অংশগ্রহণকারী দলের সংবর্ধনা সিজেকেএস কনভেনশন হলে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক সিটি মেয়র ও সিজেকেএস এর সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন।