বঙ্গবন্ধু কাপে ‘আউট অব দা বক্স’ খেলতে চান তামিম

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ২২ নভেম্বর, ২০২০ at ৮:৪১ পূর্বাহ্ণ

আগামী ২৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। টুর্নামেন্টে চট্টগ্রামের তামিম খেলবেন বরিশালের পক্ষে। তবে তামিম জানালেন প্লেয়ার্স ড্রাফটের খেলায় ফরচুন বরিশাল খুব ভালো খেলতে পারেনি। এ সত্ত্বেও মাঠের ক্রিকেটে ভালো কিছুর আশা ছাড়ছেন না বরিশাল অধিনায়ক। অভিজ্ঞ এই ব্যাটসম্যানের আশা, বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ‘আউট অব দা বক্স’ খেলবে তার দল। দলে অভিজ্ঞ কিংবা ঘরোয়া ক্রিকেটের পরীক্ষিত ক্রিকেটারদের কেউ না থাকলেও আফিফ হোসেনের মতো সম্ভাবনাময় ক্রিকেটার, প্রেসিডেন্ট’স কাপে নজর কাড়া ইরফান শুক্কুর অবশ্য আছেন। বোলিং লাইন আপে তাসকিন আহমদ, মেহেদী হাসান মিরাজ আছেন। দলের অনুশীলনের ফাঁকে শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ড্রাফটে সুবিধা করতে না পারার কথা তামিম বললেন সরাসরিই। পাশাপাশি শোনালেন আশার কথাও। ‘কোনো সন্দেহ নেই আমরা ড্রাফটে কিছু ভুল করেছি। তবে সঙ্গে এটাও বুঝতে হবে, ক্রিকেট অনিশ্চয়তার খেলা। যে কোনো কিছু হতে পারে।’ ‘আমার দলে এমন কিছু খেলোয়াড় আছেন, যাদের আমরা হয়তো কেউ কাউন্ট করছি না। কিন্তু টুর্নামেন্টে তারা দারুন কিছু করতে পারে।’ ‘প্রেসিডেন্ট’স কাপে ২-৩ জন ক্রিকেটারকে আমরা কেউই আশা করিনি যে ওরা এত ভালো খেলবে। আমি আশা করি, আমাদের যারা তেমন লাইমলাইটে নাই, তারা ওই রকম পারফরম্যান্স করবে। দলকে যতটুকু দেওয়া দরকার, তার চেয়ে বেশি দিতে হবে।’ ‘আমাদের স্কোয়াড নিয়ে যদি সফল হতে হয়, আউট অব দ্য বক্স ক্রিকেট খেলতে হবে। সবসময় যেমন পরিকল্পনা করে খেলি, সেভাবে জেতাটা কঠিন হবে। আমাদের যে সম্পদ আছে, যদি আমরা একটু আউট অব দ্যা বক্স চিন্তা করি, তাহলে অন্য দলকে চমকে দিতে পারি। আমি ২-৩ জনকে নিয়ে আশা করছি, তারা যদি ভালো খেলতে পারে, অনেক কিছুই হতে পারে।’
নিজের পারফরম্যান্সকে দলের এগিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ বলে মানছেন তামিম। ‘অবশ্যই আমার নিজের পারফরম্যান্স অনেক গুরুত্বপূর্ণ। যদি সামনে থেকে নেতৃত্ব দিতে পারি কিংবা যদি ব্যাটসম্যান হিসেবে রান করতে পারি, তাদের অবশ্যই সেটা অনুপ্রেরণা দেবে।
হয়তোবা টুর্নামেন্টে আমার আলাদা আলাদা ভূমিকা পালন করতে হবে।’ মঙ্গলবার টুর্নামেন্টের প্রথম দিন দ্বিতীয় ম্যাচে তামিমদের প্রতিপক্ষ জেমকন খুলনা।

পূর্ববর্তী নিবন্ধইন্ডিপেনডেন্স কাপ স্পোর্টস কার্নিভ্যালের পুল ইভেন্টে চ্যাম্পিয়ন আয়াজ
পরবর্তী নিবন্ধমেসেঞ্জারে গুরুতর ত্রুটি সুযোগ ছিল আড়িপাতার