চট্টগ্রাম জেলা প্রশাসন আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট বালক বিভাগ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা ফুটবল টুর্নামেন্টের প্রথম দিনেই দু’বিভাগেই দুরন্ত সূচনা করেছে কোতোয়ালী থানা। কোয়ার্টার ফাইনালের এ জয়ে দু’বিভাগেই কোতোয়ালী থানা সেমিফাইনালে উন্নীত হয়েছে। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত বালক বিভাগের ম্যাচে কোতোয়ালী থানা ৬-১ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে পাহাড়তলী থানাকে। খেলার প্রথমার্ধে বিজয়ী দল ২-১ গোলে এগিয়ে ছিল। খেলার ৪ মিনিটে কোতোয়ালী মেহেদী হাসানের গোলে এগিয়ে যায়। ৭ মিনিটে তা পরিশোধ করে দেয় পাহাড়তলীর সাইফুল ইসলাম। ১৯ মিনিটে আবার এগিয়ে যায় কোতোয়ালী থানা। রিয়াজ হোসেন গোল করেন। ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় কোতোয়ালী থানা। দ্বিতীয়ার্ধে একচেটিয়া খেলে একের পর এক গোল করতে থাকে কোতেয়ালী থানা। আরো চারটি গোল আদায় করে নেয় তারা। এ অর্ধের শুরুতেই রিয়াজ হোসেন তার দ্বিতীয় গোলটি করেন। কোতোয়ালীর পক্ষে বাকি তিনটি গোল করেন আলী নূর,মো. শামীম এবং মিশকাতুর রহমান তুষার।
বালিকা বিভাগে আরো বিধ্বস্ত হয়েছে পাহাড়তলী থানা। এই বিভাগে কোতোয়ালী থানা দলের কাছে ৯-১ গোলে বিধ্বস্ত হয়েছে পাহাড়তলী থানা দলের মেয়েরা। বৃষ্টি ভেজা কর্দমাক্ত মাঠে দু’দলের মেয়েরা কেবলই এদিক ওদিক বল মেরেছে। তবে কোতোয়ালী থানা দলের মেয়েরা ঠিকই গোল আদায় করে নেয়। কোতোয়ালীর ফাহমিদা রেশমি একাই ৫টি গোল করেন। ৩টি গোল করেন ইসফা আকতার। বাকি গোলটি করেন সানিমা আকতার।
টুর্নামেন্টে আজ কোন খেলা নেই। দু’বিভাগে ১৯ জুন কোয়ার্টার ফাইনালের খেলা অনুষ্ঠিত হবে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন সিজেকেএস সাধারন সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দিন। চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ। সিজেকেএস নির্বাহী সদস্য হাসান মুরাদ বিপ্লবের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলার নির্বাহী অফিসার শাহিনা সুলতানা, সিজেকেএস সহ-সভাপতি দিদারুল আলম চৌধুরী, সিডিএফএ এর সভাপতি এস.এম শহীদুল ইসলাম, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর, নির্বাহী সদস্য ওয়াহিদ দুলাল, সিজেকেএস কাউন্সিলর ও ফুটবল কমিটির সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. আক্তারুজ্জামান, নির্বাহী সদস্য নাসির মিঞা, প্রদীপ কুমার ভট্টাচার্য্য, মো. হারুন আল রশীদ, সিজেকেএস কাউন্সিলর মকসুদুর রহমান বুলবুল, মাহমুদুর রহমান মাহবুব, রায়হান উদ্দীন রুবেল, লুৎফুল করিম সোহেল, প্রবীন কুমার ঘোষ, আবু জাহেদ, জাহেদ হোসেন, কাজী মো. জসিম উদ্দীন, শওকত হোসাইন, এনামুল হক, সুলতান মাহমুদ খান শাহীন, আলী হাসান রাজু, মুছা বাবলু, এস এম ইকবাল মোর্শেদ, সৈয়দ নুর নবী লিটন, ওসমান গনি রানা, চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমেদ প্রমুখ।