চট্টগ্রাম বিভাগীয় কারাতে একাডেমি আয়োজিত বঙ্গবন্ধু উন্মুক্ত কারাতে প্রতিযোগিতা গত ২৫ আগস্ট চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের অডিটোরিয়ামে সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতায় চট্টগ্রাম এডুকেশন এন্ড স্পোর্টস ইনস্টিটিউট চ্যাম্পিয়ন ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ রানার আপ এবং হাউজিং এন্ড সেটেলমেন্ট পাবলিক স্কুল ৩য় স্থান অধিকার করে। প্রতিযোগিতায় ২৫টি প্রতিষ্ঠান থেকে প্রায় তিন শতাধিক খেলোয়াড় অংশগ্রহণ করেন। চট্টগ্রাম বিভাগীয় কারাতে একাডেমীর মহাপরিচালক সজিব উদ্দিনের সঞ্চালনায় ও প্রধান নির্বাহী কর্মকর্তা কফিল উদ্দিন খানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের অধ্যক্ষ কর্নেল মুজিবুল হক সিকদার, পিবিজিএম। বিশেষ অতিথি ছিলেন কলেজ কারাতে কমিটির সভাপতি অধ্যাপক নুরুল আলম, একাডেমি কমিশনার সোহেল আক্তার খান, রিভার্স স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মুঈনুদ্দিন কাদের লাভলু, প্রোগ্রাম আহ্বায়ক এমএ জলিল, সহকারি অধ্যাপক মোহাম্মদ কায়সার, সহকারি অধ্যাপক সিরাজুল ইসলাম, সহকারি শিক্ষক জামাল হোসাইন খান, রিভার্স স্কুল এন্ড কলেজ কাতালগঞ্জ শাখার অধ্যক্ষ কে.এম মোস্তফা রেজাউল মুনির, দুহা ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক হাসান মাহমুদ, অধ্যক্ষ হাসিনা মুহাম্মদ, ওরিয়েন্ট স্কুলের পরিচালক কাজী আশরাফ উদ্দিন আহমেদ, হালিশহর টেকনিক্যাল স্কুলের পরিচালক এম.এন হোসাইন, একাডেমির কার্যনির্বাহী সদস্য জহির উদ্দিন বাবর। প্রতিযোগিতায় রেফারির দায়িত্ব পালন করেন মোহাম্মদ মুহিউদ্দিন, যারজিশ আলম, মো. জামিল উদ্দীন শান্ত ও সহকারি রেফারি ছিলেন মুস্তাফিজুর রহমান সিফাত, মো. মেহেদী হাসান। অনুষ্ঠানে ১১তম ব্ল্যাক বেল্ট হোল্ডার হিজবুল্লাহকে বেল্ট পরিয়ে দেওয়া হয়।












