বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্ট শুরু

| শুক্রবার , ২২ অক্টোবর, ২০২১ at ৫:৪১ পূর্বাহ্ণ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে ইস্পাহানি গ্রুপের পৃষ্টপোষকতায় দেশে প্রথমবারের মত আয়োজিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্ট গত বুধবার শুরু হয়েছে। বাংলাদেশ স্কোয়াশ র‌্যাকেটস ফেডারেশন আয়োজিত এ টুর্নামেন্টে দেশ বিদেশের ২৪ জন স্কোয়াশ খেলোয়াড় অংশ নিচ্ছে। ২০ থেকে ২৪ অক্টোবর ৫ দিনব্যাপী এ টুর্নামেন্টের মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশ প্রবেশ করলো একটি পি.এস.এ ট্যুর ইভেন্ট আয়োজনকারী দেশের তালিকায়। পি.এস.এ বা প্রফেশনাল স্কোয়াশ এসোসিয়েশন হচ্ছে পেশাদার স্কোয়াশের বিশ্বব্যাপী পরিচালনাকারী সংস্থা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্টে অংশ নিয়েছে সংযুক্ত আরব আমিরাত, ইরান, মিশর, ভারত, পাকিস্তান ও বাংলাদেশ। টুর্নামেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হবে ঢাকার গুলশান ক্লাবে। প্রতিযোগিতায় বিজয়ী খেলোয়াড়দের নিয়ে ইস্পাহানি গ্রুপের পৃষ্ঠপোষকতায় আগামী ২৫ অক্টোবর চট্টগ্রামে একটি প্রদর্শনী খেলার আয়োজন করা হবে।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কোয়াশ র‌্যাকেটস ফেডারেশনের সভাপতি মুহাম্মদ ফারুক খান এমপি। এছাড়াও ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি, বাংলাদেশ স্কোয়াশ র‌্যাকেটস ফেডারেশনের সাধারণ সম্পাদক বিগ্রেডিয়ার জেনারেল কামরুল ইসলাম (অবঃ), গুলশান ক্লাবের প্রেসিডেন্ট ক্যাপ্টেন সাইফুর রহমান এবং বাংলাদেশ স্কোয়াশ র‌্যাকেটস ফেডারেশন ও ইস্পাহানি গ্রুপের কর্মকর্তাবৃন্দ। দেশে স্কোয়াশ খেলার জনপ্রিয়তা বাড়ানোর জন্য ইস্পাহানি সবসময়ই সচেষ্ট। ইতিপূর্বে ইস্পাহানি বাংলাদেশ স্কোয়াশ র‌্যাকেটস ফেডারেশনের অন্যান্য টুর্নামেন্টের প্রষ্ঠপোষকতা করেছে। এছাড়াও ক্রিকেট, ফুটবল, বাস্কেটবল, দাবা, গলফসহ অন্যান্য খেলায়ও ইস্পাহানি সবসময়ই পৃষ্ঠপোষকতা করে থাকে।

পূর্ববর্তী নিবন্ধস্কুল হকি লিগে মিউনিসিপ্যাল চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধফিরিঙ্গী বাজার লাকী স্টার ক্লাবের ফুটবল কমিটি গঠন