বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্টের ট্রফি উন্মোচন

| রবিবার , ১০ অক্টোবর, ২০২১ at ১১:২২ পূর্বাহ্ণ

মুজিব শতবর্ষে আয়োজিত প্রথমবারের মতো বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্ট শুরু হচ্ছে। টুর্নামেন্টের মূল পৃষ্ঠপোষক ইস্পাহানি গ্রুপ। বাংলাদেশ স্কোয়াশ র‌্যাকেটস ফেডারেশন আয়োজিত এ টুর্নামেন্টে দেশ বিদেশের ২৪ জন স্কোয়াশ খেলোয়াড় অংশ নিচ্ছেন। এ প্রতিযোগিতা উপলক্ষে গতকাল ৯ অক্টোবর ঢাকায় এক অনুষ্ঠানে প্রতিযোগিতার ট্রফি উন্মোচিত হয়। আগামী ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ৫ দিনব্যাপী এ টুর্নামেন্টের মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশ প্রবেশ করছে প্রফেশনাল স্কোয়াশ এসোসিয়েশন ট্যুর ইভেন্ট আয়োজনকারী দেশের তালিকায়। এ টুর্নামেন্টে অংশ নেবেন ইরান, মিশর, ভারত, পাকিস্তান ও বাংলাদেশের খেলোয়াড়বৃন্দ। এ টুর্নামেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হবে গুলশান ক্লাব, আর্মি স্কোয়াশ কমপ্লেক্স ও উত্তরা ক্লাবে। প্রতিযোগিতায় বিজয়ী খেলোয়াড়দের নিয়ে ইস্পাহানি গ্রুপের পৃষ্ঠপোষকতায় আগামী ২৫ অক্টোবর চট্টগ্রামে একটি প্রদর্শনী খেলার আয়োজন করা হবে। ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্পাহানি গ্রুপের মহাব্যবস্থাপক ওমর হান্নান, বাংলাদেশ স্কোয়াশ র‌্যাকেটস ফেডারেশনের সহ-সভাপতি রাশেদ আহমেদ চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধএম এম এ একাডেমির প্রশিক্ষণ শুরু
পরবর্তী নিবন্ধশেখ রাসেল স্কুল ফুটবল টুর্নামেন্টের ফলাফল