চট্টগ্রাম জেলা প্রশাসন এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিস আয়োজিত বঙ্গবন্ধু আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের চট্টগ্রাম জেলা পর্যায়ের সেমিফাইনালে উন্নীত হয়েছে আনোয়ারা মেরিন একাডেমি স্কুল এন্ড কলেজ এবং চন্দনাইশের বরমা কলেজ। গতকাল রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের তৃতীয় কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে আনোয়ারা মেরিন একাডেমি স্কুল এন্ড কলেজ ৪–৩ গোলে ফটিকছড়ি সরকারি কলেজকে পরাজিত করে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র ছিল। ফলে ফল র্নিধারনে টাইব্রেকারের আশ্রয় নিতে হয়।
একই মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের চতুর্থ এবং শেষ কোয়ার্টার ফাইনালে চন্দনাইশ উপজেলার বরমা কলেজ ৩–০ গোলে বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজকে পরাজিত করে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। আজ ২২ জুলাই টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। প্রথম সেমিফাইনালে সীতাকুন্ড ডিগ্রী কলেজ এবং রাউজানের ইমাম গাজ্জালী কলেজ পরষ্পরের মোকাবেলা করবে। দ্বিতীয় সেমিফাইনালে আনোয়ারা মেরিন একাডেমি স্কুল এন্ড কলেজ ও বরমা কলেজ পরষ্পনেন প্রতিদ্বন্দ্বিতা করবে।











