বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ জেলা শাখার উদ্যোগে সমিতির ৩নং মিলনায়তনে বাঙালির মুক্তির সনদ ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে আলোচনা সভা গতকাল রোববার অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সাবেক সভাপতি মো. মুজিবুল হক। সভা সঞ্চালনায় ছিলেন সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ.এইচ.এম. জিয়াউদ্দিন। বক্তব্য রাখেন মো. ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, মাহবুব উদ্দিন আহমেদ, শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, অশোক কুমার দাশ, মো.আবদুর রশীদ, আইয়ুব খান, মো. আবুল হাশেম, মেজবাহ উদ্দিন চৌধুরী, মাহফুজুর রহমান খান প্রমুখ। সভায় বক্তারা বলেন, ১৯৬৬সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙালি জাতির মুক্তির সনদ ৬দফা দাবির পক্ষে দেশব্যাপী গণআন্দোলনের সূচনা হয়। বাঙালি জাতির মুক্তির সংগ্রামে ৬দফা দাবি আত্নত্যাগের একটি সংগ্রামী দিন। এর উপর ভিত্তি করেই গড়ে উঠে বাঙালির অধিকার আদায়ে স্বাধীনতার আন্দোলন যা পরবর্তীতে মহান মুক্তিযুদ্ধে রূপ নেয়। প্রেস বিজ্ঞপ্তি।