নানা আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস পালন করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন এবং সরকারি বিভিন্ন দপ্তর। দিনব্যাপী কর্মসূচিতে ছিল জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন এবং আলোচনা সভা।
সিটি কর্পোরেশন : টাইগারপাসস্থ অস্থায়ী নগর ভবনের সম্মুখে গতকাল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ঐতিহাসিক ৭মার্চ উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আবদুস সবুর লিটন, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল আলম, কাউন্সিলর এম. আশরাফুল আলম, আবদুস সালাম মাসুম, শৈবাল দাশ সুমন, কাউন্সিলর শাহীন আকতার রোজী, রুমকী সেনগুপ্ত, তসলিমা বেগম, হুরে আরা বেগম, সচিব খালেদ মাহমুদ, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. নজরুল ইসলাম, প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, আইন কর্মকর্তা মো. জসিম উদ্দিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, অতিরিক্ত প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী।
উত্তর জেলা আওয়ামী লীগ : চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণ দিবসে দোস্ত বিল্ডিং কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম। সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মো. আতাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন সহ সভাপতি অধ্যাপক মঈনুদ্দিন, মো. আবুল কালাম আজাদ, এটিএম পেয়ারুল ইসলাম, আফতাব উদ্দিন আহমেদ, দেবাশীষ পালিত, জসিমউদ্দিন শাহ, মহিউদ্দিন বাবলু, নজরুল ইসলাম তালুকদার, আলাউদ্দিন সাবেরী, জাফর আহমদ, প্রদীপ চক্রবর্ত্তী, নাজিম উদ্দিন তালুকদার, ইঞ্জিনিয়ার মেজবাহ উল আলম লাভলু, আ স ম ইয়াছিন মাহমুদ, দিদারুল আলম বাবুল, বেদারুল আলম চৌধুরী বেদার প্রমুখ।
দক্ষিণ জেলা আওয়ামী লীগ : আন্দরকিল্লাস্থ সংগঠন কার্যালয়ে ঐতিহাসিক ৭ই মার্চ পালন উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। সভাপতির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী। বক্তব্য রাখেন, মোহাম্মদ ইদ্রিস, এড. মির্জা কছির উদ্দিন, এড. জহির উদ্দিন, প্রদীপ দাশ, আবু জাফর, নুরুল আবছার চৌধুরী, ডা. তিমির বরণ চৌধুরী, আবদুল কাদের সুজন, ছিদ্দিক আহমদ বি.কম, দেবব্রত দাশ, হায়দার আলী রনি, এ কে আজাদ, মাহাবুবুর রহমান শিবলী, নাছির উদ্দিন, মো. জোবায়ের, শামীমা হারুন লুবনা, রেহেনা ফেরদৌস, এড. কামেলা খামন রূপা, শহিদুল ইসলাম, আবদুল মালেক খান প্রমুখ।
মহানগর মহিলা আওয়ামী লীগ : চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের আলোচনা সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সভাপতি হাসিনা মহিউদ্দিন। চশমা হিলস্থ বাসভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাউন্সিলর নিলু নাগের সঞ্চালনায় বক্তব্য রাখেন মালেকা চৌধুরী, জেবুনন্নেছা চৌধুরী, খুরশিদা বেগম, হাসিনা আক্তার টুনু, শারমিন ফারুক, হুরে আরা বিউটি, আয়শা আলম, রহমতুন্নেছা, রুখসানা আক্তার, তসলিমা নুরজাহান রুবি, শাহিন আক্তার, জেনিফার, শিরীন আক্তার, আয়েশা ছিদ্দিকা, ঝর্ণা বড়ুয়া, পারভিন আক্তার, কান্তা ইসলাম মিনু, ফেরদৌস বেগম, স্বপ্না আক্তার, শাহীন ফেরদৌস প্রমুখ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ৭ মার্চ দিবস পালন করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার ও উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে চবি বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। শেষে চবি বঙ্গবন্ধু চত্বরে উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। সভায় বক্তব্য রাখেন উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার এবং চবি বঙ্গবন্ধু চেয়ার প্রখ্যাত ইতিহাসবিদ প্রফেসর ড. মুনতাসীর মামুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডেপুটি রেজিস্ট্রার (তথ্য) দিবাকর বড়ুয়া। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় : চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের উদ্যোগে গতকাল বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। স্বাস্থ্যভবনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের সূচনা করা হয়। পরিচালক কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরিচালকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীরের সভাপতিত্বে ও জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন : আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ও সাবেক মেয়র এম মনজুর আলমের উদ্যোগে গতকাল উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা-হাকিম কলেজ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পথিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সাবেক মেয়র এম মনজুর আলম। এসময় উপস্থিত ছিলেন, উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা-হাকিম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, উপাধ্যক্ষ মাহফুজুল হক চৌধুরী, সাবেক উপাধ্যক্ষ বাদশা আলম, অধ্যাপক আবু ছগির, অধ্যাপক কাজি মাহবুবুর রহমান প্রমুখ।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। গতকাল চুয়েটের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ড. সুনীল ধর, অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম, অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক, অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাছান, অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী ও অধ্যাপক ড. রনজিৎ কুমার সূত্রধর, অধ্যাপক ড. জামাল উদ্দিন আহাম্মদ, ড. মো. বশির জিসান, আমিন মোহাম্মদ মুসা, মো. জামাল উদ্দীন। সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ ফজলুর রহমান, মুহাম্মদ রাশেদুল ইসলাম।
বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি : বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি উপাচার্য প্রফেসর ড. এএফএম আওরঙ্গজেবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপাচার্যের নেতৃত্বে বিজিসি ট্রাস্টে স্থাপিত জাতির জনকের ম্যূরালে পুষ্পস্তবক অর্পন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এএনএম ইউসুফ চৌধুরী, প্রফেসর ড. নারায়ন বৈদ্য, এএফএম আখতারুজ্জামান কায়সার, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান ড. মো. সরোয়ার উদ্দিন, মো. কামাল উদ্দিন, নাজনীন আকতার, অনিন্দ্য কুমার নাথ, মোহাম্মদ সালাহ উদ্দিন চৌধুরী, আব্দুর রশিদ, সালাহউদ্দিন শাহরিয়ার।
চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি : প্রত্যেক দেশের স্বাধীনতার জন্য চাই দায়িত্ববোধ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের প্রতিটি নাগরিকের মনে সেই দায়িত্ববোধের চেতনা জাগ্রত করে গেছেন বলে মন্তব্য করেছেন চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী। গতকাল সোমবার নগরের জামাল খান ক্যাম্পাসে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সিআইইউ কর্তৃপক্ষ। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। দু’পর্বে বিভক্ত অনুষ্ঠানের প্রথম পর্বে সঞ্চালনা করেন সিআইইউর প্রশাসন শাখার পরিচালক কুমার দোয়েল দে। দ্বিতীয় পর্বে রেজিস্ট্রার আনজুমান বানু লিমার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ, অধ্যাপক ড. মোহাম্মদ নাঈম আবদুল্লাহ ও স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন ড. মোহাম্মদ রেজাউল করিম।
চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় : চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সেমিনার ও জার্নাল মোড়ক উন্মোচন অনুষ্ঠান উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল খানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় সেমিনার হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন। চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সভাপতির বক্তব্যে বলেন, ৭ই মার্চই ছিল বাংলাদেশের স্বাধীনতার মৌলিক ঘোষণা। চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ডা. দেলোয়ার হোসেন, অধ্যাপক ডা. প্রদীপ কুমার দত্ত, ডা. শফিউল আজম, ডীন অধ্যাপক ডা. হাফিজুল ইসলাম, ডীন অধ্যাপক মনোয়ার উল হক শামীম, ডা. অধ্যাপক আকরাম পারভেজ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডা. হাসিনা নাসরিন, ডা. আইরিন সুলতানা প্রমুখ।
চট্টগ্রাম জেলা পরিষদ : চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন -২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম। সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সচিব দিদারুল আলম, প্রধান প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম, সদস্য জাফর আহমেদ, আ ম ম দিলসাদ, মোহাম্মদ ইউনুছ, রেহেনা বেগেম ফেরদৌস চৌধুরী, এডভোকেট উম্মে হাবিবাসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এম. এ. লতিফ এমপি : ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে এম. এ. লতিফ এমপির উদ্যোগে আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নীচ তলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাহবুবুল হক মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম.এ.লতিফ এমপি। জাহিদুল আলম মিন্টু সঞ্চালনায় বক্তব্য রাখেন- আবদুল বারেক, জিয়াউল হক সুমন, মো. আসলাম, আকবর হোসেন কবি, গোলাম মোহাম্মদ জোবায়ের, আব্দুল আজিজ মোল্লা, মেজবাহ উদ্দিন মোরশেদ। আরো উপস্থিত ছিলেন সালাউদ্দিন ইবনে আহাম্মদ, মো. মহসীন আলী আকবর, ফরিদুল আলম কন্ট্রাক্টর, ওমর ফারুক, সৈয়দ আহামদ বাদল, ইমাম হোসেন, আব্দুল মতিন মাস্টার, ফারুক মোল্লা, আলী মোল্লা, কামাল উদ্দিন চৌধুরী প্রমুখ।
চিটাগাং উইম্যান চেম্বার : চিটাগাং উইম্যান চেম্বার অব কসার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতা গতকাল পাহাড়তলীস্থ বাংলাদেশ রেলওয়ে সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে অনুষ্ঠিত হয়। উভয় প্রতিযোগিতায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে প্রায় ৩০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। চিটাগাং উইম্যান চেম্বার অব কসার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আবিদা মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন রেড গ্রীন একাডেমি এর প্রিন্সিপাল সারা তানভী। অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন চিটাগাং উইম্যান চেম্বার অব কসার্স এন্ড ইন্ডাষ্ট্রি পরিচালক সাবিনা কাইয়ুম, প্রাক্তন পরিচালক নাজমা আক্তার।
ইউসিটিসি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ ই মার্চ ভাষণের দিবস উপলক্ষে পুষ্প অর্পণ করা হয়। ইউসিটিসির উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য এবং আইকিউএসি ডিরেক্টর অধ্যাপক ড. মো. জাহিদ হোসেন শরীফ, ট্রেজারার এবং ইএলএল বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক আহমেদ শরীফ তালুকদার, রেজিস্ট্রার সালাহউদ্দিন আহমেদ এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ এবং ছাত্রীবৃন্দ।
সোনালী ব্যাংক লিমিটেড : সোনালী ব্যাংক লিমিটেড জেনারেল ম্যানেজার’স অফিস, চট্টগ্রামের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ পালন করা হয়। জেনারেল ম্যানেজার মো. আলী আশরাফ আবু তাহেরের নেতৃত্বে সূর্যোদয়ের সাথে সাথে আগ্রাবাদস্থ ব্যাংক ভবনে জাতীয় পতাকা উত্তোলন এবং সকালে ব্যাংকের বঙ্গবন্ধু কর্ণারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় জেনারেল ম্যানেজার’স অফিস চট্টগ্রামের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. নূরুল হক ও মো. শাহীন মিয়া, আগ্রাবাদ কর্পোরেট শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ মনির হোসেন, প্রিন্সিপাল অফিস, চট্টগ্রাম-দক্ষিণ এর ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ ফোরকান, প্রিন্সিপাল অফিস, চট্টগ্রাম-উত্তর এর ডেপুটি জেনারেল ম্যানেজার অলক কুমার বল সহ সোনালী ব্যাংক লিমিটেড এর চট্টগ্রাম অঞ্চলের নির্বাহী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আমরা রাসেল পরিষদ : আমরা রাসেল পরিষদ চট্টগ্রাম মহানগর ও থানা ওয়ার্ডের যৌথ উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ পালন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য সাবেক কাউন্সিলর হাসিনা জাফর। খুলশীস্থ জাফর আহম্মেদের বাসভবনে মহানগর যুগ্ম আহবায়ক হাজী নাছির উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ মোহসীন। আজমল আশরাফ ও মোহাম্মদ হোসেনের পরিচালায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর যুবলীগের সদস্য আফতাব উদ্দিন রুবেল, মহানগর সেচ্ছাসেবকলীগ নেতা জাহেদ হোসেন টিটু, মহানগর যুবলীগ নেতা সাজ্জাদুল করিম অপেল। আরও বক্তব্য রাখেন- জিয়াউর উদ্দিন, মো. জিয়াউল হক, মো. আরমান হোসেন, মোজাম্মের হোসেন, আলাুদ্দিন নয়ন, সায়মন সরোয়ার, সাইফুল ইসলাম প্রমুখ
৪১নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড আ.লীগ : ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে ৪১নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড আ.লীগের উদ্যোগে ৪১নং ওয়ার্ড আ.লীগের সভাপতি ও কাউন্সিলর ছালেহ আহম্মদ চৌধুরীর নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ। পরে বড় পর্দায় ৭ই মার্চের ভাষণ দেখানো হয়। এতে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি বীর মুক্তযোদ্ধা নুরুল আলম টেন্ডল, পতেংগা থানা আ.লীগের যুগ্ম আহবায়ক এ এস এম ইসলাম, সহ-সভাপতি নরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, আবুল হোসেন, ওয়াহিদুল আলম মাস্টার, আলী বস, আলমগীর আলম, আব্দুল হালিম, কাদের মেম্বার, জয়নাল আবেদীন, ইসলাম, সৈয়দ হোসেন, জাবেদ হোসেন, কামরুল ইসলাম রাশেদ, ওয়াহিদুল আলম চৌধুরী, শাকিল হারুন, মাইনুল ইসলাম, জামাল উদ্দিন রাজু, লোকমান, ফোরকান, লোকমান হাকিম, হারুন মেম্বার, জাসেদ, বেলাল, ইয়াছিন, কামরুল হাসান, সোহেল, ওমর ফারুক, পারভেজ, মুক্তার, আলী আকবর, হাসান হাবিব সেতু, মিজান, রবিন, জাবেদ, অপু, ইফতি।
আ.লীগ কেন্দ্রীয় উপ-কমিটি : ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির চট্টগ্রামের নেতৃবৃন্দ। জেলা শিল্পকলা একাডেমিস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন কে এম শহীদুল কাওসার, অধ্যাপক রেজাউল করিম, আনোয়ার সাদাত সাদি, এম সাহাদাত নবী খোকা, সাবরিনা চৌধুরী, মোজাম্মেল হক প্রমুখ।
বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশন : বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশন ও বিজয়‘৭১ এর যৌথ উদ্যোগে চট্টগ্রাম প্রেস ক্লাব বঙ্গবন্ধু চত্বরে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। ভানু রঞ্জন চক্রবর্ত্তীর সভাপতিত্বে ও মৃণাল কান্তি দাশের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিজয় সজল কান্তি চৌধুরী। মুখ্য আলোচক ছিলেন ডাঃ আর কে রুবেল। উপস্থিত ছিলেন ডা: মুজিবুল হক চৌধুরী, কে এম রাজীব, শফিকুল ইসলাম, ইসমাইল হোসেন, জুবাইর, ডা: মো: কামরুজ্জামান প্রমুখ।
৪৩নং আমিন শিল্পাঞ্চল ওয়ার্ড আ.লীগ : ৪৩নং আমিন শিল্পাঞ্চল ওয়ার্ড আ.লীগের উদ্যোগে আলোচনা সভা শেখ রাসেল স্মৃতি সংসদ ৪৩নং আমিন শিল্পাঞ্চল ওয়ার্ড শাখা কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ইঞ্জিনিয়ার শিবলী সাদেক সোহেলের সভাপতিত্বে ও ইসলাম হোসেন রনির সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এম ইলিয়াছ সরকার। আরও বক্তব্য রাখেন আরিফ আহমেদ সুজন, কামাল হোসেন, শিবলু আহমেদ জামাল, এমদাদুল হক বাকের, হোসেন হাজারী, রবিউল হোসেন সোহাগ, বাবলু, আব্দুল কাদের, নুর নবী খন্দকার আকাশ, সোহেল রানা, নয়ন, ডিস মান্নান, শাহাদাত, আওলাদ, ডিএম সুমন, নবী হোসেন, জামাল, মিঠা বাদশা, সরকারি আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক সুজন গাজী, শাহেদ, মামুন, আজম, পলাশ, সৌরভ হোসেন, ইউসুফ, আলাল, মতিন, প্রমুখ।