বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে আসার আহবান

| বৃহস্পতিবার , ১৮ আগস্ট, ২০২২ at ৮:১৪ পূর্বাহ্ণ

৩১নং আলকরণ ওয়ার্ড : জাতীয় শোক দিবস উপলক্ষে ৩১নং আলকরণ ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ১৯৭৫ সালের ১৫ আগস্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহতের স্মরণ করা হয়। ৩১নং আলকরণ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল মোতালেব চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দিন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নঈম উদ্দিন চৌধুরী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, সদস্য বীর মুক্তিযোদ্ধা অমল মিত্র, মহানগর আওয়ামী লীগ নেতা রুহুল আমিন তপন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইসহাক, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মাকসুদুল আলম বাবুল, কাউন্সিলর আবদুস সালাম মাসুম, নুুরুল আকবর, আবদুর রহমান বাহার, শফিউল আজম, শওকত ওসমান মুন্না, মো. নাসির উদ্দীন, নাসির উদ্দীন, বাপ্পি দেব বর্মন, আসিফ আলভি, আবদুল হাবিব বাপ্পি, তন্ময় দাশগুপ্ত, মো. আরমান, দীপেন দাশ রোমেন, মো. অপু। অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন আমির আহমেদ ও ডা. সজীব তালুকদার।
বাকশিস চট্টগ্রাম জেলা : বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি-বাকশিসের উদ্যোগে আলোচনা সভায় প্রধান আলোচক জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক আবু তাহের চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ দবির উদ্দিন খান। বক্তব্য রাখেন অধ্যক্ষ সমীর কান্তি দাশ, অধ্যক্ষ আ.ন.ম সরওয়ার আলম, অধ্যক্ষ জসিম উদ্দিন, অধ্যাপক সুকুমার দত্ত, অধ্যাপক শিব প্রসাদ, উপাধ্যক্ষ সৈয়দ উদ্দিন আহমদ, অধ্যাপক আবু বকর সিদ্দিকী, অধ্যক্ষ প্রদীপ কুমার চৌধুরী, অধ্যাপক এস এম রাশেদ, অধ্যাপক সঞ্জীব সেন, অধ্যাপক দেবাশীষ ধর, অধ্যাপক মুবিনুর রহমান চৌধুরী, অধ্যাপক মাইনুল হাসান, অধ্যাপক সুচিত্রা চৌধুরী প্রমুখ। সভা সঞ্চালনা করেন অধ্যাপক কাজী মাহবুবুর রহমান।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন : বঙ্গবন্ধু ফাউন্ডেশন পাহাড়তলীর উদ্যোগে ফইল্লাতলী বাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। আব্দুল খালেক ভুঁইয়া এতে সভাপতিত্ব করেন। মো. তাজুল ইসলাম কামরুলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সাবেক যুবলীগ নেতা এস,এম নওশাদ সেলিম। প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. বেলাল মিয়া। বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট দিলীপ কুমারনাথ। বক্তব্য রাখেন মো. আবু ইউসুফ সন্দিপী, ঘনশ্যাম নাথ, মোহাম্মদ ইসমাইল, মৌসুমি চৌধুরী, মোহাম্মদ আলমগীর হোসেন, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ জাহাঙ্গীর সওদাগর, মোহাম্মদ রাব্বিউল কামাল, প্রশান্ত পাল প্রমুখ।
প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমি : প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির উদ্যোগে ‘রং তুলিতে বঙ্গবন্ধু’ শিরোনামে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। ১৫ আগস্ট বিকেল ৪টায় পটিয়া ক্লাব প্রাঙ্গণে এই আয়োজনে পটিয়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৪৫ জন শিক্ষার্থী অংশ নেন। অগ্নিলা শর্মা দিয়ার সঞ্চালনায় ও আবদুল্লাহ ফারুক রবির সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা মোহাম্মদ মহিউদ্দিন, রাশেদ মনোয়ার, নুরুল আজিম রনি। বক্তব্য রাখেন চিত্রশিল্পী হামেদ হাসান, মোহাম্মদ সোহেল উদ্দিন, সাইদুল আলম তানিম, এমরান হোসেন রাসেল, আবদুল আল মোমেন, জয় শীল, স্বাগত বড়ুয়া, শিবু মল্লিক।
কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয় : কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়ে শোক দিবস উপলক্ষে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ শীর্ষক আলোচনা সভা,চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা শিক্ষক উবাইদুল হকের সভাপতিত্বে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শাহীন আক্তারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন শিক্ষক অমরনাথ চক্রবর্তী, দেবী দত্ত, তনুশ্রী বিশ্বাস, শুভাশিস নাথ, লিপি রানী শীল, দিল আফরোজ হীরা, মিজানুর রহমান, এনামুল হক, প্রকাশ ঘোষ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধরিকশা থামিয়ে ছিনতাইকালে আটক ২
পরবর্তী নিবন্ধচকরিয়ায় পুকুরে মাছের পোনা অবমুক্ত