বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে শিক্ষক সমাজকে এগিয়ে আসার আহ্বান

বাকবিশিসের সেমিনার

| বৃহস্পতিবার , ৭ অক্টোবর, ২০২১ at ৫:৫৯ পূর্বাহ্ণ

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) নন্দনকানন ফুলকি এ কে খান মিলনায়তনে সেমিনার গত ৫ অক্টোবর অনুষ্ঠিক হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মাউশি আঞ্চলিক পরিচালক প্রফেসর হোসাইন আহমেদ আরিফ ইলাহী। বাকবিশিস চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ নুরুল আফছারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক ভবরঞ্জন বণিক (রঞ্জন) এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যক্ষ শিমুল বড়ুয়া। আলোচনা করেন প্রফেসর রণজিৎ কুমার দে, অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, অধ্যাপক উত্তম চৌধুরী, ড. গণেশ রায়, অধ্যাপক অশ্রুবিজয় নন্দী, অধ্যাপক অশোক সাহা, অধ্যক্ষ এস এম নূরুল হুদা, অধ্যাপক তড়িৎ ভট্টাচার্য, অধ্যক্ষ রফিক উদ্দিন, উপাধ্যক্ষ বশির উদ্দিন কনক, অধ্যক্ষ আলম আকতার প্রমুখ। সভায় করোনা মহামারিতে যে সকল শিক্ষক ও জাতীয় পর্যায়ে খ্যাতিমান ব্যক্তি প্রয়াত হয়েছেন তাঁদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে শোকপ্রস্তাব উত্থাপন করেন অধ্যাপক অজিত দাশ এবং বাকবিশিসের চলমান দাবিসমূহ উপস্থাপন করেন উপাধ্যক্ষ দেবপ্রিয় বড়ুয়া। প্রধান অতিথি তাঁর বক্তব্যে করোনাকালে শিক্ষায় যে সংকট সৃষ্টি হয়েছে তা কাটিয়ে উঠতে শিক্ষক সমাজকে আরো আন্তরিকতার সাথে কাজ করার এবং বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে গুণগত শিক্ষাদানের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে শিক্ষক সমাজের প্রতি আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহালিশহরে নাদের আলী শাহ’র ওরশের প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধআনোয়ারায় ধর্মীয় প্রতিষ্ঠানে ওয়াসিকা এমপি’র অনুদান