‘বঙ্গবন্ধুর স্বপ্ন’ উদ্বোধনের অপেক্ষায়

চন্দনপুরায় ১১টি ম্যুরালের সমন্বয়ে এই দেয়ালচিত্র

| শুক্রবার , ৭ এপ্রিল, ২০২৩ at ১১:১৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামের চন্দনপুরায় গুলএজার বেগম সিটি করপোরেশন মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্বোধনের অপেক্ষায় রয়েছে ১১টি ম্যুরালের সমন্বয়ে দেয়ালচিত্র ‘বঙ্গবন্ধুর স্বপ্ন’। সপ্তাহ দুয়েকের মধ্যে সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী দেয়ালচিত্রটির উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ১৯৩৩ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়ের সীমানা প্রাচীরে দেয়ালচিত্র স্থাপনের উদ্যোগ নেয়া হয় প্রায় দুই বছর আগে। অর্থ স্বল্পতায় কাজটি চলছিল থেমে থেমে। খবর বিডিনিউজের।

 

ভাস্কর প্রণব সরকার বলেন, ‘দুুই বছর আগে আমরা কাজ শুরু করি। মূলত স্থানীয় নারী কাউন্সিলর রুমকি সেনগুপ্ত এর উদ্যোগ নেন। মাঝে তহবিল স্বল্পতায় কাজটি আটকে ছিল। পরে অর্থের যোগাড় হওয়ায় আবার কাজ শুরু হয়। গত কিছুদিন ধরে শেষ পর্যায়ের কাজ চলছিল। যেহেতু উদ্বোধন করা হবে তাই

আকর্ষণ ধরে রাখতে ম্যুরালগুলো ঢাকা ছিল। সব কাজ শেষ হয়েছে। কিছুদিনের মধ্যেই এটি উদ্বোধন করা হবে।’

শিল্পী প্রণব সরকার বলেন, এখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ, মহান মুক্তিযুদ্ধ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দুটি বড় প্রকল্প এবং গুণী ব্যক্তিদের ম্যুরাল করা হয়েছে। আরও করার ইচ্ছা ছিল। কিন্তু সীমিত স্থানের মধ্যে এটুকুই করা গেছে। পুরো কাজে প্রায় ১০ লাখ টাকার মত

ব্যয় হয়েছে বলে জানান তিনি। দেয়ালে রঙের কাজ শেষ হয়েছে, লাগানো হচ্ছে উদ্বোধনের ফলক। তবে শেষ মুহূর্তের কাজের জন্য গত কয়েকদিন দেয়ালচিত্রগুলো কালো কাপড়ে ঢাকা থাকায় তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তির সৃষ্টি হয়। বৃহস্পতিবার দুপুরে দেখা যায়, বিদ্যালয়ের প্রবেশপথ

লাগোয়ো সীমানা প্রাচীরের বাম পাশে উদ্বোধনের জন্য ফলক লাগানো হচ্ছে। দেয়ালের ওই অংশে বঙ্গবন্ধু, ৭ মার্চের ভাষণ, মুক্তিযুদ্ধ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কর্ণফুলী টানেল, মহেশখালী কয়লা বিদ্যুৎ কেন্দ্র ও জমিদার এমদাদ আলী দারোগার (যার জমিতে স্কুল) ম্যুরাল আছে।

অন্য পাশে বিদ্যালয়টি যার নামে, সেই গুলএজার বেগম, প্রয়াত আওয়ামী লীগ আতাউর রহমান খান কায়সার, এ বি এম মহিউদ্দিন চৌধুরী এবং মোহাম্মদ

মাহাবুবুল আলম শেঠের (বাচ্চু নবাব) ম্যুরাল আছে। এই বাচ্চু নবাব দেয়ালচিত্রের স্পন্সর শেঠ প্রপার্টিজের এমডি জাতীয় পার্টির নেতা সোলায়মান আলম

শেঠের বাবা। ‘বঙ্গবন্ধুর স্বপ্ন’ উদ্যোগের বিষয়ে নারী কাউন্সিলর রুমকি সেনগুপ্ত বলেন, ‘মেয়র মহোদয়ের কাছে সময় চেয়েছি, তিনি সময় দিতে পারলেই উদ্বোধন করা হবে। এলাকার সৌন্দর্য বর্ধনের জন্য আমি উদ্যোগটি নিয়েছি।

জায়গাটা খালি পড়ে ছিল। অনেক কষ্ট করে এটি করা হয়েছে। আশা করি, কিছুদিনের মধ্যেই এটি উদ্বোধন করতে পারব।’

পূর্ববর্তী নিবন্ধআন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি বঙ্গবাজারে আগুন দিল কি না, সন্দেহ কাদেরের
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা