বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে দায়িত্ব নিতে হবে

লোক সঙ্গীত শিল্পী গোষ্ঠীর পুরস্কার বিতরণে বক্তারা

| মঙ্গলবার , ১৮ জানুয়ারি, ২০২২ at ১১:১৫ পূর্বাহ্ণ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে এবং মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশকে উন্নয়ন ও অগ্রযাত্রায় এগিয়ে নিতে তরুণ প্রজন্মকে দায়িত্ব নিতে হবে। বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে সাহসিকতার সাথে দায়িত্ব নিতে হবে আজকের মেধাবী প্রজন্মকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ নেতা শেখ নওশেদ সরওয়ার পিল্টু উপরোক্ত মন্তব্য করেন।
লোক সঙ্গীত শিল্পী গোষ্ঠী ও ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা, কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত বৃহস্পতিবার চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রাক্তন উপ-সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদ, শ্রমিকনেতা হাবিবুর রহমান হাবিব, মোহাম্মদ কামাল উদ্দিন চৌধুরী। সভাপতিত্ব করেন শেখ নজরুল ইসলাম মাহমুদ।
উপস্থিত ছিলেন মোহাম্মদ হোম্মদ হোসেন মধু, পূজা মল্লিক, ইমরান সোহেল, ওসমান জাহাঙ্গীর, আবদুল্লাহ মজুমদার, আশিক বন্ধু, দিলীপ সেন, রোমানা ইসলাম, মো. হেলাল উদ্দিন মিয়া, সজল দাশ, আক্তার হোসেন। সভা শেষে প্রধান অতিথি সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ব চট্টগ্রাম উৎসবের প্রস্তুতি
পরবর্তী নিবন্ধশাহ এমদাদীয়ায় শিক্ষা উৎসব ও বিজ্ঞান অলিমিপয়াড