বঙ্গবন্ধুর সমাধিতে সিভাসুর নবনিযুক্ত উপাচার্যের শ্রদ্ধা

| মঙ্গলবার , ২৪ জানুয়ারি, ২০২৩ at ৫:১১ পূর্বাহ্ণ

টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান। গত শুক্রবার দুপুরে তিনি বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

সিভাসু উপাচার্য বঙ্গবন্ধুসহ ’৭৫ এর ১৫ আগস্টের সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। পরে তিনি বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত মিউজিয়াম পরিদর্শন করেন এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিভাসুর কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. কামাল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে গাউসিয়া কমিটির সুন্নী কনফারেন্স
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে বুয়েট পরিবারের মিলনমেলা ২৭ জানুয়ারি