বঙ্গবন্ধুর মতো জনপ্রিয় নেতা পৃথিবীতে বিরল

হাটহাজারীতে আলোচনা সভায় ব্যারিস্টার আনিস

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ১৬ আগস্ট, ২০২২ at ১০:২০ পূর্বাহ্ণ

ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে এ দেশ স্বাধীন হত কিনা সন্দেহ ছিল। এত জনপ্রিয় নেতা পৃথিবীতে বিরল। তাঁর মহান আদর্শ ছিল দেশ প্রেম। তিনি ছিলেন আপসহীন। দেশ এবং দেশের মানুষ প্রতি ছিল তাঁর অকৃত্রিম ভালোবাসা। বঙ্গবন্ধু যখন দেশের মানুষের অর্থনৈতিন মুক্তির জন্য কাজ শুরু করেন, তখনই তাকে হত্যা করা হয়। তবে তাকে হত্যা করা হলে ও তাঁর নীতি আদর্শকে হত্যা করা যায়নি। গতকাল সোমবার হাটহাজারী উপজেলা প্রশাসন আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
উপজেলা পরিষদ চত্বরে প্রশাসন কর্তৃক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এডভোকেট মোহাম্মদ আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয় যথাক্রমে নূরুল আলম বাশেক ও মোক্তার বেগম মুক্তা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনান( ভূমি) আবু রায়হান। শুভেচ্ছা বক্তব্য রাখেন হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, ফতেপুর ইউপি চেয়ারম্যান জায়নুল আবেদিন। প্রধান শিক্ষক শিমুল কান্তি মহাজনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে জাতির জনকের প্রতিকৃতিতে পুস্তক স্তবক অর্পণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে টর্চার সেল, দালাল চক্রের হোতা গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধশিশুদের টিকা দেওয়া হবে নির্ধারিত স্কুলে : স্বাস্থ্যমন্ত্রী