বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের দাবি

দোহাজারীতে বিক্ষোভ সমাবেশ

| শনিবার , ২৮ নভেম্বর, ২০২০ at ১০:৩৫ পূর্বাহ্ণ

দেশের প্রতিটি উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে দক্ষিণ জেলা ছাত্রলীগ। গতকাল শুক্রবার বিকেলে চন্দনাইশের দোহাজারীতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দক্ষিণ জেলা ছাত্রলীগের অর্থ সম্পাদক রাশেদুল ইসলামের নেতৃত্বে মিছিলটি দোহাজারীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে হাজারী টাওয়ারের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সাতকানিয়া উপজেলা ছাত্রলীগ নেতা আবিদ মোনতাসির সোহেল। আবদুল কাদেরের সঞ্চালনায় এতে বক্তব্য দেন সায়েদ মো. জোসেদ ও খোরশেদুল আলম। এ সময় উপস্থিত ছিলেন ইলিয়াছ বিন সায়েদ, আরফাতুল ইসলাম টিপু, নাহিয়ান হোসেন রনি, নজরুল আলম, আলম রিদুয়ান, ফরহাদ, হাসান, মো. মাসুদ, নাইমুল ইসলাম আকাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে হেলথ এসিস্ট্যান্ট এসো’র কর্মবিরতি
পরবর্তী নিবন্ধমেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যানের এক একর বনভূমি উদ্ধার