‘বঙ্গবন্ধুর ভাস্কর্যে হাত দিলে পরিণাম শুভ হবে না’

| সোমবার , ২৩ নভেম্বর, ২০২০ at ৮:০৪ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করে বক্তব্য প্রদানের প্রতিবাদে আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরী স্মৃতি সংসদের উদ্যোগে বিক্ষোভ মিছিল গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সামদানী জনি। এমইএস কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি ফয়সাল আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য নাজমুল সাকিব, সওকত আলম, নগর যুবলীগ নেতা রফিকুল হাসান রুবু, ইমতিয়াজ মনি, সৈয়দ বয়ান, শিবলু, মনিরুজ্জামান সজল, ইমাম উদ্দিন নয়ন, মাহফুজ হোসেন, জন বড়ুয়া, তৌহিদুল ইসলাম সুমন, শেখ নিয়াজ উদ্দিন ফাহাদ।
খুলশী থানা ছাত্রলীগের মানববন্ধন : বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধিতা ও অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে নগরীর সিএন্ডবি কলোনির সামনে সমাবেশ ও মানববন্ধন করেছে ওমরগণি এমইএস কলেজ ও খুলশী থানা ছাত্রলীগ। মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুর একটায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কলেজ ছাত্রলীগের সভাপতি ও ৮নং শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ মহসীনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন মহানগর আওয়া লীগের সদস্য সাইফুদ্দিন খালেদ বাহার, মহানগর যুবলীগ নেতা শাহাজান হামেদী, মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা সাহেদুল আলম অপু, হাজী নাছির উদ্দিন, ছাত্রনেতা তৌহিদুল ইসলাম মানিক, মো. হোসেন, মো. শাকিল, মো. আরমান, মো. মোজাহিদুল হক, মো. নাজিমুদ্দিন শ্যামল, মো. জিসান চৌধুরী, মো. নিজামুল ইসলাম, মো. সাইফুল প্রমুখ। মানববন্ধনে বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে হাত দিলে পরিণাম শুভ হবে না। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা এই বাংলাদেশ পেয়েছি। বঙ্গবন্ধুর ভাস্কর্য সারা বাংলাদেশে স্থাপিত হবে।
ইপিজেড থানা যুবলীগ : ইপিজেড থানা যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে মানববন্ধন শনিবার ইপিজেড চত্ত্বরে অনুষ্ঠিত হয়। মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা মামুনুজ্জামান মামুনের সভাপতিত্বে এবং নগর আমির হামজার সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নগর যুবলীগের সিনিয়র সদস্য আসিফ মাহমুদ। এতে প্রধান বক্তা ছিলেন অ্যাডভোকেট মীর তোফাজ্জল হোসেন তপু। আরো উপস্থিত ছিলেন মহসিন, নাদিম পাটোয়ারী, রেফায়েত হোসেন রিপন, মামুন, কামাল হোসেন জনি, মাসুদ ফারভেজ, দিপন কান্তি নাথ, হাসান সবুজ, কছির উদ্দিন লিটন, মো. দুলাল, জি আর বাবু, জিয়াউল হক জিয়া, সেলিম, এসএম সাদিদ ওয়াহাব, জাহেদ, মেহেদী হাসান, ওমি, আরাফাত, রাজু ইমন, রাকিব হোসেন, সুজন, আরিফুল ইসলাম ফরহাদ, জানে আলম, ওমর ফারুক পিন্টু, ওয়াহিদুল আলাম রকি, এইচ আর রোমান, বিজয়, শারুখ আলম, মাসুম, সাব্বির, রনি, তানজিদ, নাবিদ সরওয়ার, ওমর ফারুক, সিহাব, আইকন, জুয়েল, ইব্রাহিম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধইসলামী ছাত্রসেনার স্মারকলিপি প্রদান
পরবর্তী নিবন্ধশপথ নিলেন লোহাগাড়ার ৩ ইউপি চেয়ারম্যান