বঙ্গবন্ধুর প্রতীক নৌকাকে সম্মান করে ধরে রাখতে হবে

হাটহাজারীতে নির্বাচনী সভায় এম এ সালাম

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ২৬ নভেম্বর, ২০২১ at ৮:১৭ পূর্বাহ্ণ

হাটহাজারী উপজেলার ধলই ও মির্জাপুর ইউপিতে নৌকা প্রতীক নিয়ে মোহাম্মদ শাহনেওয়াজ চৌধুরী ও আকতার খান সুমনের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম। তিনি বলেন, সমগ্র পাকিস্তানের মধ্যে বঙ্গবন্ধু পূর্ব পাকিস্তানে আওয়ামী লীগের এই নৌকা প্রতীক নিয়ে সংখ্যাগরিষ্ঠ আসনে জয় লাভ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নৌকা প্রতীককে নির্বাচনের জন্য ইউনিয়ন ও পৌরসভা এবং সিটি কর্পোরেশনে দিয়েছিল। সে নৌকার প্রতীককে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। এ ইউপিতে মুক্তিযোদ্ধা বেশি। নৌকা প্রতীককে ভোট দিয়ে জয়যুক্ত করতে তিনি আশা ব্যক্ত করেন।
এ সময় বক্তব্য রাখেন জেলা আ. লীগের সদস্য শওকত আলম শওকত, ফটিকছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, জেলা আ. লীগের যুগ্ম-সম্পাদক জসীম উদ্দিন শাহ, উত্তর জেলা আ. লীগের সাবেক যুগ্ম- সম্পাদক ইউনুছ গণি চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, সীমান্ত তালুকদার, নাজিম উদ্দীন মুহুরী, ফটিকছড়ির পৌর মেয়র মো. ইসমাইল, সাংবাদিক মোস্তাফা কামাল পাশা, উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক মো. সোহরব হোসেন চৌধুরী নোমান, চেয়ারম্যান আলমগীর জামান, হারুনুর রশিদ ইমন, জেলা পরিষদের সদস্য এডভোকেট উম্মে হাবিবা, উপজেলা আ. লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতানুল আলম চৌধুরী, দীল মোহাস্মদ, এস এম রব্বান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইন্ডাস্ট্রি অল বাংলাদেশ কাউন্সিলের মানববন্ধন
পরবর্তী নিবন্ধআজ আল্লামা জালাল উদ্দিন আল-কাদেরী (রহ.) স্মরণসভা ও উরস