স্বাধীনতার সুবর্র্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর গবেষণামূলক আলোচনা সভা ও সেমিনারের অংশ হিসেবে চবি ইতিহাস বিভাগ আয়োজন করে সেমিনার। কলা ও মানববিদ্যা অনুষদের ২ নং গ্যালারিতে অনুষ্ঠিত সেমিনারে বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন ইতিহাস বিভাগের শিক্ষক প্রফেসর ড. আনোয়ারুল ইসলাম।
তিনি প্রবন্ধে উল্লেখ করেন, যুদ্ধ নয় শান্তি, ধ্বংস নয় সৃষ্টি এই আদর্শে উজ্জীবিত বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতির মূল কথা ছিল বিশ্ব মানবতাবাদ। মাত্র সাড়ে তিন বছরের কর্মকালে তৃতীয় বিশ্বের সদ্য স্বাধীনতাপ্রাপ্ত যুদ্ধবিধ্বস্ত একটি দেশের রাষ্ট্রনায়ক হিসেবে বঙ্গবন্ধু বিশ্ব আসরে যেভাবে বাংলাদেশকে তুলে ধরেন, তা ছিল নজিরবিহীন।
প্রবন্ধের ওপর আলোচনা করেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক প্রফেসর ড. ফরিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মাহবুবুল হক। সভাপতিত্ব করেন ইতিহাস বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ড. শামীমা হায়দার। প্রেস বিজ্ঞপ্তি।