চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি বলেছেন, বাংলাদেশ স্মরণকালের এক ভয়াবহ ধ্বংসস্তূপের মধ্য থেকে জেগে উঠেছিল। পকিস্তান সৃষ্টির ১ বছর না পেরোতেই গণতন্ত্র চর্চার অভাব, ক্ষমতাসীনদের কর্তৃত্ববাদী রাজনীতি, ষড়যন্ত্র করে বারবার ক্ষমতার হাত বদল, অর্থনৈতিক বৈষম্য, বাঙালিদের প্রতি নিপীড়ন, নির্বাচনের রায়ের প্রতি অশ্রদ্ধা প্রভৃতি কারণে এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল যাতে করে পাকিস্তানের পক্ষে ভোট দিয়ে ৪৬ সালে যারা এক হয়েছিল তারাই মোহভঙ্গ হয়ে শেখ মুজিবের প্রতি বিশ্বাস নিয়ে তার পাশে এসে দাঁড়াল। শুধু ধর্মের নামেই একটি রাষ্ট্র তৈরী করা যায় না, এই ধারণা পাল্টে সেদিন জনগণ স্বাধীন, অসাম্প্রদায়িক দেশ গঠনে বঙ্গবন্ধুর নেতৃত্বে সংকল্পবদ্ধ হয়েছিল। গতকাল বিকেল ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাব বঙ্গবন্ধু হলে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহ-সভাপতি মো. ইদ্রিস, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, এড. মির্জা কছির উদ্দিন, এড. জহির উদ্দিন, প্রদীপ দাশ, খোরশেদ আলম, আবদুল মোতালেব সিআইপি প্রমুখ।