বঙ্গবন্ধুর নীতিকে অনুসরণ করুন

দীপান্বিতা চৌধুরী | মঙ্গলবার , ১৬ আগস্ট, ২০২২ at ৬:৩৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ অনেক চড়াই উৎরাই পেরিয়ে আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে। জাতির পিতা এমনি একটি সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন। শুরু থেকে দেশের জন্য বঙ্গবন্ধুর এক একটা পদক্ষেপ যদি চিন্তা করে দেখা যায় তাহলে সত্যি আমাদের পরম সৌভাগ্য যে উনার মতো এতটা নিঃস্বার্থ, উদার সাহসী পুরুষ বাংলায় জন্ম নিয়েছেন। উনি দেখিয়েছেন একজন রাজনৈতিক নেতা নিজের দেশপ্রেম দিয়ে পুরো দেশের মানুষকে কীভাবে দেশপ্রেমিক করে তুলতে পারে।

শুধু চাই উদার ইচ্ছাশক্তি। বর্তমানের দেশ পরিচালকদের সাথে এখানেই বঙ্গবন্ধুর বড় একটা তফাৎ। তাঁরা আমাদের দেশ প্রেমিক করে গড়ে তুলতে পারছেন না। বঙ্গবন্ধু বাঙালির রক্তে মিশে আছে। তাই হয়তো এখনও বাংলাদেশ বেঁচে আছে। এটা আমার বিশ্বাস। তবে ভবিষ্যত বাংলাদেশকে বাঁচিয়ে রাখতে হলে বঙ্গবন্ধুর আদর্শের দীক্ষা দিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে হবে। অশনিসংকেত শুনতে পাচ্ছেন তো! সুতরাং বঙ্গবন্ধুর নীতিকে অনুসরণ করুন।

১৫ আগস্টের বিলাপ ছড়িয়ে দিন ভবিষ্যৎ প্রজন্মের মাঝে। বঙ্গবন্ধু যখন স্বাধীনতার ডাক দিয়েছিলেন তখন বাংলায় অনেক কিছুর অভাব। এখনতো অভাব থাকলেও সেই সময়ের অভাব নেই। শুধু দেশপ্রেমের অভাব। বঙ্গবন্ধুকে যত বেশি জানা হবে সেই অভাব তত তাড়াতাড়ি দূর হবে। এটাই হোক আজকের প্রত্যয় এবং অঙ্গীকার।

পূর্ববর্তী নিবন্ধইতিহাস থেকে কখনো মুজিবকে উপড়ে ফেলা যাবে না
পরবর্তী নিবন্ধ১৫ই আগস্ট ইতিহাস দেয় ডাক