চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, গবেষক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু ও স্বাধীনতার এক অচ্ছেদ্য অংশ। বঙ্গবন্ধুকে নিয়ে যত লেখাই হোক না কেন তা কখনো শেষ হবে না। অনাবিস্কৃত বঙ্গবন্ধুকে আবিষ্কার করে আমাদের এগিয়ে যেতে হবে। গতকাল শৈলী প্রকাশন আয়োজিত বঙ্গবন্ধু লেখক পাঠক সম্মিলন ও বই উৎসবের সমাপনী অনুষ্ঠানে লেখক জাহাঙ্গীর মিঞা সম্পাদিত ‘স্বাধীনতার ৫০ বছর’ গ্রন্থের পাঠ উন্মোচন পর্বে আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বিশিষ্ট সাহিত্যিক, শিক্ষাবিদ ড. আনোয়ারা আলমের সভাপতিত্বে চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন একাডেমির মহাপরিচালক আমিনুর রশীদ কাদেরী, প্রফেসর রীতা দত্ত, প্রাবন্ধিক নেছার আহমদ, কথাসাহিত্যিক বিপুল বড়ুয়া, কথাসাহিত্যিক দীপক বড়ুয়া, কবি অরুণ শীল, কবি জিন্নাহ চৌধুরী, সংগঠক এস এম আবদুল আজিজ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি-সাংবাদিক রাশেদ রউফ। দ্বিতীয় পর্বে অধ্যাপক কাঞ্চনা চক্রবর্তীর সঞ্চালনায় স্বরচিত লেখাপাঠ, গান, আবৃত্তি ও কথামালায় অংশ নেন এম. নাসিরুল হক, ফজল হোসেন, অধ্যাপক মৃণালিনী চক্রবর্তী, ববি বড়ুয়া, আবুল কালাম বেলাল, আজিজ রাহমান, অধ্যাপক পিংকু দাশ, অমিত বড়ুয়া, মুসা খান, সৈয়দ খালেদুল আনোয়ার, মর্জিনা আখতার, সাইদুল আরেফীন, সাবেরা শারমীন, গোফরান উদ্দীন টিটু, ইফতেখার মারুফ, এসএম মোখলেসুর রহমান, রিফাত ফাতেমা তানসী, লিপি বড়ুয়া, সৈয়দা সেলিমা আক্তার, কাসেম আলী রানা, সরওয়ার আরমান, নুরুন নাহার নিপা, দুলাল কান্তি চৌধুরী, পারভীন আকতার, শিরিন আফরোজ, মাজহার হেলাল, কামরুল আনোয়ার চৌধুরী, শামীম ফাতেমা মুন্নী, প্রতীমা দাশ, লিপি তালুকদার, অপু চৌধুরী, ববি বড়ুয়া প্রমুখ।












