হাটহাজারীর সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন বাংলাদেশের কথা চিন্তা করা যেত না। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নের লক্ষ্যে তার কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। তাছাড়া স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের জন্য ও কাজ চলছে। তিনি বলেন,মানুষের মধ্যে মতের ভিন্নতা থাকা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু উন্নয়নের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি গতকাল মঙ্গলবার উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম মসিউজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নূরুল আলম বাশেক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান, উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ইউনুস গনি চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোক্তার বেগম মুক্তা, ও সি মো. মনিরুজ্জামান, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম।
বক্তব্য রাখেন চেয়ারম্যান সমিতির সভাপতি সরোয়ার মোরশেদ তালুকদার, চেয়ারম্যান হারুন অর রশীদ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রধান শিক্ষক শিমুল কান্তি মহাজন। প্রধান অতিথি রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার, মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষ অনুদানের চেক বিতরন করেন। এ উপলক্ষে একটি র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।এরপর উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।