বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন

| মঙ্গলবার , ২৩ মার্চ, ২০২১ at ৮:১০ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু পরিষদ চট্টগ্রাম জেলার উদ্যোগে গত ১৯ মার্চ স্থানীয় চট্টগ্রাম প্রেসক্লাবে এস.রহমান হলে মুজিব জন্মশতবর্ষে ৭ মার্চ ও ২৬ মার্চ একটি মূল্যায়ন শীর্ষক আলোচনা সভা সংগঠনের সভাপতি অধ্যাপিকা বেগম সৈয়দা তাহেরার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. মুহাম্মদ আইয়ুবুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক ও নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মোহাম্মদ আনোয়ার সাঈদ, বঙ্গবন্ধু পরিষদ চট্টগ্রাম জেলা শাখার সহ-সভাপতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও সাবেক শিক্ষক সমিতির সভাপতি, রসায়ন বিভাগের অধ্যাপক বেণু কুমার দে। এতে বক্তারা বঙ্গবন্ধুর আদর্শ হৃদয়ে ধারণ করে একটি উন্নত আদর্শ ও অসাম্প্রদায়িক সোনার বাংলা বিনির্মাণে ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করার আহ্বান জানান। অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু পরিষদের সাম্প্রতিক সময়ে পরলোকগমনকারী নেতৃবৃন্দের আত্মার শান্তি কামনা করে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে শেষে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন : জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর ১০১তম জন্মদিন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করে বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর। কর্মসূচির মধ্যে ছিলো ১৭ মার্চ সকাল ১০টায় চট্টগ্রাম প্রেসক্লাবস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, ১৯ মার্চ আলাচনা সভা। সংগঠনের সভাপতি পিনাকী দাশের সভাপতিত্বে শেখ মুজিব রোডস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরের সাধারন সম্পাদক সৈয়দ মাহমুদুল হক, সহ-সভাপতি দেওয়ান মাকসুদ আহমেদ,কাজী শহিদুল ইসলাম। যুগ্ম সম্পাদক আকরাম হোসেন সবুজের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন আবু ফয়েজ, সায়েম উদ্দীন, কাজী রাজেশ ইমরান, আরাফাতুল মান্নান ঝিনুক, জয়নুদ্দিন আহমেদ জয়,নুরুল আবছার, শিল্পী বসাক, মো: সোহেল, সাজ্জাদুর রহমান, মো. আরিফ,সুজিত ঘোষ,হাজী মোঃ জাহাঙ্গীর, মোঃ আজিজুর রহমান আজিজ, মো. মাহবুব আলম লিটন প্রমুখ। সভায় সংগঠনের সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাঙালি জাতি পরাধীনতার শিকল মুক্ত হতে পারতো না,তিনি আমাদেরকে একটি স্বাধীন দেশ উপহার দিয়ে বিশ্ব দরবারে পরিচিতি দান করেছেন। তাই এই কীর্তিমান মহামানবের জন্মদিনে প্রতিটি শিশু যাতে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে সেটাই হোক আজকের শিশু দিবসের অঙ্গীকার।
পশ্চিম গুজরা : বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে দক্ষিণ রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নে খতমে কোরান ও দোয়া মাহফিল চেয়ারম্যান সাহাবুদ্দিন আরিফের উদ্যোগে অনুষ্ঠিত হয়। স্থানীয় কাঁঠালভাঙ্গা জামে মসজিদে মাহফিলে মুনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ হাসেম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ৬০ বছরের মধ্যে ভয়াবহতম বন্যার কবলে অস্ট্রেলিয়া
পরবর্তী নিবন্ধসাতবাড়িয়ায় সংঘদান ও অষ্টপরিষ্কার অনুষ্ঠান