চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন, জাতীয় শিশু দিবস ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষ্যে একশ পাউন্ডের কেক কাটা হবে। বঙ্গবন্ধুর ১০০তম জন্মবার্ষিকীর ঐতিহাসিক মুহূর্তকে স্মরণ করে রাখতে চুয়েট প্রশাসন এই বিশেষ উদ্যোগ নিয়েছে।
আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে কেক কেটে দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। তাছাড়া দিবসটি উপলক্ষ্যে চুয়েটের আশেপাশের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ করা হবে। দিনব্যাপী অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে- জাতীয় পতাকা উত্তোলন, আনন্দ র্যালি, জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বঙ্গবন্ধুর জীবন ও আদর্শের উপর আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, রচনা প্রতিযোগিতা, বিশেষ দোয়া-মোনাজাত ইত্যাদি। প্রেস বিজ্ঞপ্তি।