চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির প্রায় ২০০ আইনজীবী টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত ও মোনাজাত শেষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন। গতকাল শনিবার সমিতির সভাপতি ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ হাশেম ও সমিতির সাধারণ সম্পাদক ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সদস্য সচিব এএইচএম জিয়াউদ্দিনের নেতৃত্বে এ শ্রদ্ধাঞ্জলি নিবেন করা হয়। এ সময় সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের স্টিয়ারিং কমিটির নেতৃবৃন্দ ও সমিতির সাবেক সভাপতি যথাক্রমে মাহবুব উদ্দিন আহমদ, মো. ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, রেজাউল করিম চৌধুরী, মোহাম্মদ মুজিবুল হক, শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, সমিতির সাবেক সাধারণ সম্পাদক অশোক কুমার দাশ, মো. আবদুর রশীদ, আইয়ুব খান, সিনিয়র আইনজীবী এম এম এ নাসের চৌধুরী, কাজী নজমুল হক, দিন মনি দে, জাহাঙ্গীর আলম, সামসুল আলম, চন্দন বিশ্বাস, মেজবাহ উদ্দিন চৌধুরী, স্বপন বিশ্বাস ও জহির উদ্দিন মাহমুদ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদনকালে নেতৃবৃন্দরা বলেন, বাঙ্গালি জাতির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু আমাদের চেতনা ও আর্দশের প্রতীক। তাঁর কবর জিয়ারত আমাদের সুপ্ত চেতনাকে আরো বেশি দৃঢ় ও সমৃদ্ধ করবে। বঙ্গবন্ধুর নির্দেশে এই দেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধুর আহ্বানে মুক্তিযুদ্ধের সময় বাঙালি জাতি ঝাপিয়ে পড়েছে। দেশ গড়ার প্রক্রিয়া শুরুর কালে দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্তে স্বপরিবারে বঙ্গবন্ধুকে নির্মমভাবে খুন করা হয়েছে। তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনা আজ রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করে খুনীদের বিচার করে জাতিকে কলঙ্কমুক্ত করেছেন। তাঁর হাত ধরেই দেশের গণতন্ত্র, বিচার ব্যবস্থা এবং অর্থনৈতিক উন্নয়ন অভাবনীয়ভাবে এগিয়ে যাচ্ছে। পদ্মা সেতুকে নিয়ে সকল চক্রান্ত জননেত্রী শেখ হাসিনা রুখে দিয়েছেন।










