চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি বলেছেন, আখতারুজ্জামান বাবু জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শের একজন দেশপ্রেমিক জননেতা ছিলেন। গতকাল চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি জননেতা আখতারুজ্জামান চৌধুরী বাবুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, আবু সাঈদ চৌধুরী, সাবেক এমপি চেমন আরা তৈয়ব, এড. মির্জা কছির উদ্দিন, এড. জহির উদ্দিন, প্রদীপ দাশ, মোসলেহ উদ্দিন মনসুর, বোরহান উদ্দিন এমরান, খোরশেদ আলম, আবদুল মতিন চৌধুরী, ডা. তিমির বরণ চৌধুরী, দেবব্রত দাশ, মোস্তাক আহমদ আঙ্গুর, ছিদ্দিক আহমদ বি.কম, আ ক ম সামশুজ্জামান চৌধুরী, অধ্যাপক হারুনুর রশিদ, নুরুল আমিন চৌধুরী, শাহাদাত হোসেন, অধ্যাপক আবদুল মান্নান চেয়ারম্যান, হায়দার আলী রনি, শামীমা হারুন লুবনা, কল্পনা লালা, জান্নাত আরা মঞ্জু, খালেদা আক্তার, জীবন আরা বেগম, নুরীমন আক্তার, ফাহমিদা বিনতে আজিজ, রেহানা আক্তার কাজেমী, শাহিন আকতার, তিষন সেনগুপ্ত, রেজাউল করিম বাবুল, নুরুল আবছার হিরা, সাইফুল ইসলাম প্রমুখ। স্মরণ সভা শেষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ মরহুম জননেতা আখতারুজ্জামান চৌধুরী বাবুর আনোয়ারাস্থ করতে যান এবং মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।
দক্ষিণ জেলা যুবলীগ: বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আখতারুজ্জামান চৌধুরী বাবুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত ৪ নভেম্বর আনোয়ারা হাইলধরস্থ মরহুমের কবরে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি ও সিডিএর সাবেক বোর্ড মেম্বার আ ম ম টিপু সুলতান চৌধুরী। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা যুবলীগের সাবেক সহ সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ সোলেমান চৌধুরী, অধ্যাপক কৃষ্ণ প্রসাদ ধর, নাইমুল হক পারভেজ, রাজু দাশ হিরো, অরূপ সেন, জয়নাল আবেদীন রাসেল, আবু তাহের, রুবেল দাশ বাবু, অজয় শীল, আনিসুল ইসলাম নিলয়, শাহাব উদ্দীন প্রমুখ। শ্রদ্ধা নিবেদন শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মুনাজাত করেন নেতৃবৃন্দ।

দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ : মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর জননেতা আকতারুজ্জামান চৌধুরী বাবুর মৃত্যুবার্ষিকীতে কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি চেমন আরা তৈয়ব, সাধারণ সম্পাদক শামীমা হারুণ লুবনা, সহ সভাপতি কল্পনা লালা, জান্নাত আরা মঞ্জু, খালেদা আক্তার, নুরীমন আকতার, ফাহমিদা বিনতে আজিজ, জীবন আরা বেগম, রেহানা আক্তার কাজেমী, শাহীন আকতার, তিসন সেনগুপ্ত প্রমুখ।

যুবলীগ : দক্ষিণ জেলা আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি, সাবেক এমপি জননেতা মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবুর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবলীগের সদ্য বিদায়ী আহ্বায়ক ও আওয়ামী লীগ নেতা মো. মহিউদ্দিন বাচ্চুর ব্যবস্থাপনায় গতকাল নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে বাদ যোহর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা এডভোকেট নোমান চৌধুরী, সাইফুল ইসলাম, আবু সাইদ জন, হেলাল উদ্দিন, এস এম সাইদ সুমন, নূরুল আনোয়ার, আবু বক্কর চৌধুরী, নাজমুল হাসান সাইফুল, সনত বড়ুয়া, আবু বক্কর সিদ্দিকি, আজিম উদ্দিন চৌধুরী, আজিজ উদ্দিন চৌধুরী, জি.এস কফিল উদ্দিন, জসিম উদ্দিন, কফিল উদ্দিন, আবুল বশর, মো. হেলাল, নাহিদ, নোমান, এড. রবি সৈয়দ, সাইফুল করিম, মোহাম্মদ রুবেল, লিপু, শাওন প্রমুখ।











