বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ শেখ হাসিনা বাস্তবায়ন করছেন

মহিলা সংস্থা জেলা শাখার সভায় বক্তারা

| শুক্রবার , ২৪ ডিসেম্বর, ২০২১ at ১০:৩৯ পূর্বাহ্ণ

বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষে জাতীয় মহিলা সংস্থা চট্টগ্রাম জেলার আলোচনা গত ২৩ ডিসেম্বর সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান চেমন আরা তৈয়ব। জেলা কর্মকর্তা শাহানা পারভিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন মহানগর মহিলা আওয়ামীলীগের সভাপতি হাসিনা মহিউদ্দীন, সাবেক এমপি সাবিহা মুসা, মহিলা বিষয়ক অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মাধবী বড়ুয়া। সঞ্চিতা বড়ুয়ার পরিচালনায় এতে উপস্থিত ছিলেন অ্যাড. বাসন্তী প্রভা পালিত, দীপিকা বড়ুয়া, কল্পনা লালা, খালেদা আকতার চৌধুরী, অ্যাড. পাপড়ী সুলতানা, ববিতা বড়ুয়া, কৃঞ্চা রাণী দাশ প্রমুখ। প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক মুক্তির সংগ্রামে জয়ী হওয়ার চুড়ান্ত পর্যায়ে রয়েছে। তিনি বলেন জাতীয় মহিলা সংস্থা সারা বাংলাদেশের কর্মসংস্থান ও উদ্যোক্তা সৃষ্টিতে নিরলস কাজ করে যাচ্ছে। তিনি সকল দায়িত্বশীল কর্মকর্তা কর্মচারীদের সফলতার সাথে কাজ করার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমহিউদ্দিন চৌধুরীর কবরে শ্রদ্ধাঞ্জলি
পরবর্তী নিবন্ধবাঁশখালী বাণীগ্রাম মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুরু কাল