বঙ্গবন্ধুর অবর্তমানে দেশ ও দলের সফল নেতৃত্ব দিয়েছেন জাতীয় চার নেতা

জেল হত্যা দিবসের আলোচনা সভায় বক্তারা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৪ নভেম্বর, ২০২১ at ৫:৪৩ পূর্বাহ্ণ

জেল হত্যা দিবস উপলক্ষে চট্টগ্রামে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং শ্রমিক লীগ পৃথকভাবে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কালো পতাকা উত্তোলন, জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণসহ আলোচনা সভার আয়োজন করেছে।
আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর অবর্তমানে জাতীয় নেতৃত্ব শূন্য করে স্বাধীনতার চেতনা ধূলিস্যাৎ করে পাক ধারায় দেশকে নিয়ে যাওয়ার এক গভীর ষড়যন্ত্রের অংশ হিসাবে ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে চার জাতীয় নেতাকে হত্যা করা হয়। বঙ্গবন্ধুর অবর্তমানে দেশ ও দলের সফল নেতৃত্ব দিয়েছেন জাতীয় চার নেতা। বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা আজ স্বমহিমায় উজ্জল হয়ে আদর্শের ছায়া জাতিকে দিয়ে যাচ্ছে।
মহানগর আওয়ামী লীগ : জেল হত্যা দিবস পালন উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ গতকাল চট্টগ্রাম প্রেসক্লাবস্থ বঙ্গবন্ধু হলে আলোচনা সভার আয়োজন করেছে। আলেচনা সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব নঈম উদ্দিন চৌধুরী, এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলহাজ্ব খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, আলহাজ্ব বদিউল আলম, আলহাজ্ব শফর আলী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, হাজী জহুর আহমদ, মো. আবু তাহের, বাবু জহরলাল হাজারী, জাফর আলম চৌধুরী, এড. কামাল উদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন সহ সভাপতি এড. সুনীল কুমার সরকার, শেখ মাহমুদ ইছহাক, নোমান আল মাহমুদ, সৈয়দ হাসান মাহমুদ চৌধুরী শমসের প্রমুখ। এছাড়া ১৫টি থানা, ৪৩টি সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, যুগ্ম আহ্বায়কগণ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, বাঙালি জাতিসত্তার রক্তক্ষয়ের ইতিহাস শুরু হয়েছিল পলাশীর আম্রকাননে পরাজয়ের মাধ্যমে। সেই আম্রকাননে মুজিবনগর সরকার প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৭১ সালের ১৭ এপ্রিল। তার মূলধারার সৈনিক জাতীয় চার নেতা। তাদের রক্তক্ষরণের মধ্য দিয়ে বঙ্গবন্ধু আজ আমাদের কাছে পরিণত হয়েছেন একজন আদর্শিক নন্দিত জননেতা। তিনি আরো বলেন, ৭৪’র সালে কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করে ৭১’র পরাজিত শক্তির ইন্ধনে যে সিন্ডিকেট বঙ্গবন্ধুকে হত্যার পথ প্রশস্থ করেছিল তারই ধারাবাহিকতায় এখনও সেই অশুভ সিন্ডিকেট কুমতলব হাশিলে দেশকে অস্থিতিশীল করার জন্য নিত্য ভোগ্যপণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করছে। তিনি প্রশ্ন করেন লক্ষ-লক্ষ টন নিত্য ভোগ্যপণ্য মজুদ আছে, তবুও এগুলোর দাম এত উর্দ্ধগতি কেন?
দক্ষিণ জেলা আওয়ামীলীগ : জেলহত্যা দিবস উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা গতকাল বুধবার থিয়েটার ইনস্টিটিউট হলে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
সভাপতির বক্তব্যে মোছলেম উদ্দিন আহমদ এমপি বলেন, বঙ্গবন্ধুর অবর্তমানে জাতীয় নেতৃত্বশূণ্য করে স্বাধীনতার চেতনা ধূলিষ্যাত করে পাক ধারায় দেশকে নিয়ে যাওয়ার এক গভীর ষড়যন্ত্রের অংশ হিসাবে ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে চার জাতীয় নেতাকে হত্যা করা হয়। সভ্যতাকে ম্লান করে দিয়ে এই হত্যাকান্ডগুলো বিশ্বব্যাপী নিন্দিত হয়। স্বাধীনতার শত্রুরা এতো করেও সত্যের মৃত্যু ঘটাতে পারেনি। মরেনি সেই জাতীয় চার বীর যাঁরা নীতির সাথে বেঈমানি করেননি, তাঁরা চির অমর এবং আওয়ামী লীগও আজ নেতৃত্ব দিয়ে অমর হয়ে আছে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, বঙ্গবন্ধুর অবর্তমানে দেশ ও দলের সফল নেতৃত্ব দিয়েছেন জাতীয় চার নেতা। নেতা বা নেতার আদর্শের সাথে বেঈমানি করেনি জাতীর চার বীর। তিনি বলেন, বাঙালি জাতির ইতিহাসে জাতীয় চার নেতার অবদান চির স্মরণীয় হয়ে থাকবে। জাতীয় চার নেতার আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে, যাতে তরুণরা মুক্তিযুদ্ধ ও যুদ্ধ পরবর্তী সময়ের সঠিক ইতিহাস জানতে পারে।
দক্ষিণ জেলা আওয়ামী লীগ শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন এমরানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, আবুল কালাম চৌধুরী, সহ-সভাপতি মোহাম্মদ ইদ্রিস, চট্টগ্রাম প্রেসক্লাব সাবেক সভাপতি আবু সুফিয়ান, এড. মির্জা কছির উদ্দিন, এড. জহির উদ্দিন, প্রদীপ কুমার দাশ, খোরশেদ আলম, আলহাজ্ব আবু জাফর, ডা. তিমির বরণ চৌধুরী, এড. আবদুর রশিদ, এড. মুজিবুল হক, আবদুল কাদের সুজন, নুরুল আবছার চৌধুরী, আবদুল হান্নান চৌধুরী মঞ্জু, এড. কামরুন নাহার প্রমুখ।
উত্তর জেলা আওয়ামী লীগ : চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ মো. আতাউর রহমান বলেছেন, ৭৫ এর ৩ নভেম্বর কারাভ্যন্তরে জাতীয় চার নেতা হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসের সবচেয়ে জঘন্যতম মানবতা বিরোধী হত্যাকাণ্ড। যা পৃথিবীর ইতিহাসে বিরল। এ হত্যাকাণ্ডের খলনায়কদের শরীরে মানুষের রক্ত ছিল না। তারা মানুষ নামের কলঙ্ক। গতকাল জেল হত্যা দিবসে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান আলাচকের বক্তব্যে এ কথা বলেন তিনি।
সংগঠনের সহ সভাপতি অধ্যাপক মো. মঈনুদ্দিনের সভাপতিত্বে এবং যুগ্ন সাধারণ সম্পাদক দেবাশীষ পালিতের সঞ্চালনায় দোস্ত বিল্ডিংস্থ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে অংশ নেন সহ-সভাপতি মহিউদ্দিন রাশেদ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বাবলু, আলাউদ্দিন সাবেরী, বেদারুল আলম চৌধুরী, প্রদীপ চক্রবত্তী, নাজিম উদ্দিন তালুকদার, আবু তালেব, ব্যারিস্টার প্রিয়াংকা আহসান, আ স ম ইয়াছিন মাহমুদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধভেলুয়ার দীঘি ও জোড় ডেবার সৌন্দর্যবর্ধন করবে চসিক, আপত্তি নেই রেলের
পরবর্তী নিবন্ধরেলমন্ত্রীর প্রতি উপজেলা চেয়ারম্যান বাবুলের ধন্যবাদ ও কৃতজ্ঞতা