শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রীয় চার মূল নীতিতে সাম্য ও মুক্তি অর্জনের প্রত্যয়ে সমাজতন্ত্রকে অর্ন্তভুক্ত করেছিলেন। বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পর রাষ্ট্রীয় চার মূলনীতি ও সমাজতন্ত্র ছিনতাই হয়ে যায়।
মহান মে দিবস উপলক্ষে জাতীয় শ্রমিকলীগের অন্তর্ভুক্ত সিবিএ-ননসিবিএ সমন্বয় পরিষদ মহানগরের উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত সভায় তিনি একথা বলেন।
তিনি বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক দুর্বৃত্তায়নের আবর্তে এদেশে শ্রমিক ও কর্মজীবী শ্রেণী শোষণের শৃঙ্খলে আবদ্ধ হয়ে যায়। শত শত কলকারখানা বন্ধ হয়ে যায়। রাষ্ট্রায়ত্ত্ব শিল্প-কারখানা পানির দামে বেসরকারি খাতে হস্তান্তর হয়ে যায়। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, শ্রমিক শ্রেণির নেতৃত্ব আজ অনেক ক্ষেত্রেই শ্রমিক ও কর্মজীবীদের হাতে নেই। বহিরাগত নেতৃত্ব মালিকপক্ষের স্বার্থকে পাহারা দিচ্ছে। শ্রমিক ও কর্মজীবী মানুষকে তারা জিম্মি করে ফেলেছে। করোনাকালে অনেক শ্রমিক কর্মচ্যুত হয়েছেন। সরকার প্রণোদনা দিলেও অনেক কারখানার মালিক শ্রমিকদের নিয়মিত বেতন ভাতা দিচ্ছেন না। তাদেরকে রাজনৈতিকভাবে প্রতিহত করতে হবে।
শ্রমিক লীগ নেতা গাজী জসিম উদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন নগর আ.লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, বন ও পরিবেশ সম্পাদক মশিউর রহমান চৌধুরী, শ্রম সম্পাদক আব্দুল আহাদ, নগর মহিলা লীগ নেত্রী লায়লা আক্তার এটলি, শ্রমিক লীগ নেতা মো. আকবর হোসেন, মো. সাইফুল ইসলাম। এতে প্রয়াত শ্রমিক লীগ নেতাকর্মীদের রূহের মাগফেরাত কামনা করা হয়।