বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার নিষ্ঠুরতা বিশ্বে অদ্বিতীয়

দক্ষিণ জেলা যুব মহিলা লীগের সভায় বক্তারা

| শুক্রবার , ১১ আগস্ট, ২০২৩ at ৯:৩৯ পূর্বাহ্ণ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব মহিলা লীগের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

সংগঠনের যুগ্ম আহ্বায়ক চন্দনাইশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট কামেলা খানম রুপার সভাপতিত্বে ও অ্যাডভোকেট আয়েশা হেভেনের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন সংগঠনের সদস্য জগদা চৌধুরী সুপ্রিয়া, অ্যাডভোকেট শারমিন ইয়াসমিন নিশু, কামরুন নাহার, আয়েশা সিদ্দীকা রুমি, অ্যাডভোকেট উমা দাশ, বোয়ালখালী পৌরসভার কাউন্সিলর শাহনাজ নীলু, দেবী রুদ্র, পটিয়া পৌরসভা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক সুমি দে সাথী, তাহমিনা আক্তার, আকলিমা আক্তার প্রমুখ। সভায় প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধু বাঙালিকে স্বাধীনতা দিয়েছিলেন বলেই সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি নির্বাচিত হন। প্রধান বক্তা বলেন, তিনি বাঙালিকে একটি স্বাধীন দেশ দিয়েছিলেন, একটি সংবিধান দিয়েছিলেন। পরাধীন বাঙালির অধিকার আদায়ের জন্য আজীবন সংগ্রাম করা এই মহান ব্যক্তিকে সপরিবারে নির্মমভাবে খুন হতে দেখেছে বিশ্ববাসী। এরকম নির্মম ও নিষ্ঠুরতম হত্যাকাণ্ড বিশ্বের রাজনৈতিক ইতিহাসে বিরল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসুষ্ঠু ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে
পরবর্তী নিবন্ধবন্যাদুর্গতদের মাঝে জনপ্রতিনিধি ও বিভিন্ন সংগঠনের ত্রাণ বিতরণ