বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছিল তারা দেশ ও জাতির কলঙ্কিত সন্তান

স্মরণসভায় মাহতাব

| বুধবার , ২৩ আগস্ট, ২০২৩ at ১০:৪২ পূর্বাহ্ণ

জাতীয় শোক দিবস উপলক্ষে ৩১নং আলকরণ ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে এক সভা গত ২০ আগস্ট সদরঘাটস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন তপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিমের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ..ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় শ্রমিক লীগের সহসভাপতি শফর আলী। বক্তব্য রাখেন মাহবুবুল হক সুমন, শওকত হোসাইন, কাউন্সিলর আব্দুস সালাম মাসুম, শ্যামল মিত্র, মিজানুর রশীদ, মাকসুদুল আলম বাবুল, তারেক ইমতিয়াজ ইমতু, শফিউল আজম, স্বপন ভট্টাচার্য, নুরুল কবির, আমির আহমেদ, ফজলুল হক, জয়নাল আবেদীন, নঈম উদ্দিন, মো. জিন্নাহ, পম্পি দাশ, জাহেদুল ইসলাম, কাঞ্চন চৌধুরী, নাসির উদ্দিন, রিমন চক্রবর্তী, মোরশেদুর রহমান, আব্দুল হাবীব বাপ্পী, আকবর খান, জয়জিত চৌধুরী, কফিল উদ্দিন আরমান, দিপেন দাশ রৌমেন, সৈয়দ মো. সাজিদ। প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে এ দেশ কখনো স্বাধীন হতো না। এমনকি বিশ্ব মানচিত্রে বাংলাদেশের নাম থাকত না। আর সেই মহান নেতাকে সপরিবারে হত্যা করেছিল যারা তারা দেশ ও জাতির কলঙ্কিত সন্তান। প্রধান বক্তার বক্তব্যে আ..ম নাছির উদ্দীন বলেন. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার দীর্ঘ সংগ্রামমুখর জীবনে আন্দোলন সংগ্রামের মধ্যদিয়ে দিনে দিনে আমাদের স্বাধীনতার দিকে এগিয়ে নিয়েছেন। তার এই সংগ্রাম আন্দোলনের ফসল আমদের স্বাধীন বাংলাদেশ। তাই বাংলাদেশ ও বঙ্গবন্ধু অভিন্ন সত্তা।

পূর্ববর্তী নিবন্ধ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদ সভা
পরবর্তী নিবন্ধতারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞার রুল শুনানি আজ