বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে সমিতির অডিটরিয়ামে বঙ্গবন্ধুর ১০২তম জন্মদিন উদযাপন করা হয়।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ হাশেমের সভাপতিত্বে ও সমিতির সাধারণ সম্পাদক ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সদস্য সচিব এ.এইচ.এম. জিয়াউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বার কাউন্সিল এডহক কমিটির সদস্য মো. মুজিবুল হক, মাহবুব উদ্দিন আহমদ, রতন কুমার রায়, শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, সৈয়দ মোক্তার আহমদ, মনতোষ বড়ুয়া, অশোক কুমার দাশ, মো. আবদুর রশীদ, আইয়ুব খান, এম এ নাসের চৌধুরী, মেজবাহ উদ্দিন চৌধুরী, কাজী মুহাম্মদ নজমুল হক, জহির উদ্দিন মাহমুদ, দিন মনি দে, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজিজ উদ্দীন (হায়দার), এম. সালাহ্উদ্দিন মনসুর চৌধুরী (রিমু), মো. জাহিদুল ইসলাম চৌধুরী, মেজবাহ উদ্দিন (দোয়েল), এ.এন.এম. রোকনুজ্জামান (মুন্না), মো. খোরশেদ আলম, শ্যামল চৌধুরী, সেলিনা আক্তার প্রমুখ।
এতে বক্তারা বলেন, বঙ্গবন্ধু হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস চিন্তা করা যায় না। প্রেস বিজ্ঞপ্তি।