বঙ্গবন্ধুকে নিয়ে হলিউডের ছবির শুটিং মুম্বাইয়ে

| সোমবার , ৫ জুলাই, ২০২১ at ৬:৫০ পূর্বাহ্ণ

বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিতব্য হলিউডের ছবি ‘দ্য ব্যাটল ফর বেঙ্গল’র শুটিং বাংলাদেশে করার প্রস্তুতি থাকলেও করোনাভাইরাস মহামারীর কারণে তা স্থগিত হয়ে যায়; এখন সেপ্টেম্বর থেকে ভারতের মুম্বাইয়ে চলচ্চিত্রটির শুটিং শুরু হতে যাচ্ছে। চলচ্চিত্রটির বাংলাদেশ অংশের সহকারী প্রযোজক মোহাম্মদ জাহিদ গতকাল রোববার জানান, ২০২০ সালের মার্চে ছবির শুটিং শুরুর কয়েকদিন আগে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় শুটিং স্থগিত করা হয়। আগামী সেপ্টেম্বর থেকে মুম্বাইয়ে ছবির শুটিং শুরু হচ্ছে। চলচ্চিত্রটির নির্মাতা হিসেবে অ্যামি পুরস্কারপ্রাপ্ত ‘দিল্লি ক্রাইম’ সিরিজের নির্মাতা রিচি মেহতা ও বঙ্গবন্ধু চরিত্রের অভিনয়শিল্পী হিসেবে বলিউড অভিনেতা আদিল হুসেইনের নাম আগেই ভারতীয় গণমাধ্যমে এসেছে। জাহিদ জানান, ছবিটি প্রযোজনা করছেন হলিউডের প্রযোজনা প্রতিষ্ঠান জেফ অ্যান্ড জোশ। ভারত থেকে সহ-প্রযোজনায় যুক্ত হয়েছে জার পিকচার; যাদের ব্যানারে নির্মিত হয়েছে ‘গ্যাংস অব ওয়াসিপুর’, ‘কারিব কারিব সিঙ্গেল’। ছবিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বিশ্ববাসীর সামনে তুলে ধরা হবে; ছবির মুখ্য ভূমিকায় থাকবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। খবর বিডিনিউজের।
ছবিটির সঙ্গে যুক্ত দায়িত্বশীল এক ব্যক্তি জানান, মার্চে শুটিংয়ে অংশ নিতে বলিউড অভিনেতা আদিল হুসেইন ঢাকায় এসেছিলেন। তার প্রস্থেটিক মেকআপের জন্য ফ্রান্স থেকে একজন শিল্পী এসেছিলেন। শুটিং স্থগিত হওয়ায় আদিল মুম্বাইয়ে ফিরে যান। বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে বলিউডের আলোচিত অভিনেত্রী কঙ্গনা রানাউত অভিনয় করছেন বলে জানান সেই ব্যক্তি। তাজউদ্দীন আহমদের চরিত্রে ইরফান খানের অভিনয় করার কথা ছিল। তার মৃত্যুতে এখন নতুন কাউকে ভাবতে হচ্ছে। জেফ অ্যান্ড জোশের বাংলাদেশি অঙ্গ প্রতিষ্ঠান গোল্ডেন বেঙ্গল প্রোডাকশন হাউসের ব্যানারে প্রায় দুই বছর ধরে বাংলাদেশে তিন শতাধিক কর্মী নিয়ে ছবির কর্মযজ্ঞ চলেছে।

পূর্ববর্তী নিবন্ধগৃহপরিচারিকা সাবিলা!
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু