বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধিতা ও অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে গতকাল বুধবার নগরীর কাজীর দেউরী মোড়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে প্রতিবাদী ছাত্র-যু্ব সমাজ। কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক ফরহাদুল ইসলাম চৌধুরী রিন্টুর সভাপতিত্বে, মনির হোসেন ও মোশরাফুল চৌধুরী পাভেলের যৌথ সঞ্চালনায় সমাবেশে চট্টগ্রাম মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা এম ইউনুস বলেন, যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার হুংকার দিয়েছে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা না গেলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির বিনষ্ট হতে পারে। মানববন্ধনে সংহতি প্রকাশ করেন মহানগর আ.লীগ নেতা চন্দন ধর, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম আর আজিম, সালাউদ্দিন, বেসরকারি কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজ, হাবিবুর রহমান তারেক, সৌমেন বড়ুয়া, রাজেশ বড়ুয়া, সুচিত্রা গুহ টুম্পা, শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম, মনির হোসেন, আবুল হাসান, জয় শংকর সরকার, আনিস আহম্মেদ মহসিন আরাফাত প্রমুখ। উপস্থিত ছিলেন মোহাম্মদ শফি, ইকবাল আহমেদ ইমু, জহিরুল ইসলাম মঞ্জু, ইসমাঈল হোসেন লিটন, রুবেল আহমেদ, মোহাম্মদ হান্নান, ওমর ফারুক ওয়াহেদ, শাহীন আলম, আব্দুল রাকিব রকি, রুবেল, আবুল মনসুর টিটু, সাব্বির সাকির, ইমরান আহমেদ শাওন, নাজিমউদ্দিন সাঈফুল, রিপন ঘোষ, রুবেল সরকার, ইমরান খান, অর্নব মজুমদার, নিশান বিশ্বাস, ফয়সাল ইসলাম বাবু, ইরফানুল আলম তানিম, ইমতিয়াজ উদ্দিন ইরফান, শেখ রেদওয়ান, আবদুর রহমান, ইফরান ফরহাদ পিনু, অন্তু বড়ুয়া, মারুফ, আনোয়ার, মোহাম্মদ ঈসমাঈল, মহিন উদ্দিন, অভি রয় প্রমুখ।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অপসারণে স্বাধীনতা বিরোধী মৌলবাদী সামপ্রদায়িক অপশক্তির ঔদ্ব্যত্বপূর্ণ হুমকির তীব্র নিন্দা জানিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর কমিটি। গতকাল বুধবার সংগঠনটির এক বিবৃতিতে ‘তৌহিদী জনতা ঐক্য পরিষদের’ মুক্তিযুদ্ধের চেতনা ও সংবিধান বিরোধী উক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। বিবৃতিতে স্বাক্ষর করেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সদস্য সরওয়ার আলম চৌধুরী মনি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মোহাম্মদ ওমর ফারুক রাসেল, শাহেদ মুরাদ সাকু, মোহাম্মদ মিজানুর রহমান সজিব, মোহাম্মদ সাজ্জাদ হোসেন, কাজী মুহাম্মাদ রাজিশ ইমরান।
হালিশহর থানা যুবলীগের মানববন্ধন : বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধিতার প্রতিবাদে গতকাল বুধবার নগরীর বড়পোল এলাকায় মানববন্ধন করেছে হালিশহর থানা যুবলীগ। মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর যুবলীগ নেতা রেফায়েত হোসেন রিপন এবং সঞ্চালনা করেন নগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আমির হামজা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর যুবলীগের সিনিয়র সদস্য আসিফ মাহমুদ।
প্রধান বক্তা ছিলেন নগর যুবলীগ নেতা নাদিম পাটোয়ারি। আরো উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মো. মহসিন, মো. রোকন, রুবেল, মো. মামুন, কামাল হোসেন জনি, শাহাজাদা খোরশেদ, হাসান সবুজ, এসএম সাদিদ ওয়াহাব, জাহেদ, মেহেদী হাসান, মো. ওমি, আরাফাত, মো. রাজু, মো. ইমন, রাকিব হোসেন, আরিফুল ইসলাম ফরহাদ, জানে আলম, ওয়াহিদুল আলাম রকি, এইচ আর রোমান, বিজয়, শারুখ আলম। এতে প্রধান অতিথির বক্তব্যে আসিফ মাহমুদ বলেন, একটি উগ্র মৌলবাদী গোষ্ঠী ইসলামের অপব্যাখ্যা দিয়ে দেশের বিভিন্নস্থানে স্থাপিত জাতির জনকের ভাস্কর্য ভেঙে ফেলার হুংকার দিয়ে দুঃসাহসিকতা দেখিয়েছে। তাই দ্রুত তাদের আইনের আওতায় আনতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।







