একুশে আগস্টে সমাবেশ চলছে
সন্ত্রাস বিরোধী কথা তাঁরা বলছে।
উপরের ছাদ থেকে গ্রেনেড এসে পড়লো
কতজন কতভাবে জায়গাতেই মরলো।
মাটিতে পড়তেই বিকট এক শব্দ
নিমিষেই থেমে গেল চারিদিক স্তব্ধ।
গ্রেনেডের স্প্রিন্ট শরীরেতে ঢুকেছে
যন্ত্রণায় কাতরে নাসিমারা কেঁদেছে!
চারিদিক পড়ে ছিল লাশে ভরা ময়দান
বারুদের গন্ধতে সকলের যায় প্রাণ।
চেঁচামেচি চিৎকার রক্তের বন্যা
বেঁচে গেলেন কৃপাতে বঙ্গকন্যা।
শহীদে আইভীরা কর্মী আর নেতারা
কলঙ্কিত এই দিনে বিশ্বতে পড়ে সারা।












