কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘সাহিত্যের সব্যসাচী বঙ্কিম’ শীর্ষক এক ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন প্রধান শিক্ষক বাবুল কান্তি দাশ, শিক্ষক উবাইদুল হক, অমরনাথ চক্রবর্তী, দেবী দত্ত, তনুশ্রী বিশ্বাস, লিপি রানী শীল, দিল আফরোজ হীরা এবং প্রকাশ ঘোষ। আলোচকরা বলেন, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র বাংলা সাহিত্যে এক অনন্য প্রতিভাধর ব্যক্তিত্ব। তার অপ্রতিদ্বন্দ্বী প্রতিভার স্পর্শে জাতি নবচেতনায় জাগ্রত হয়। স্বাজাত্যবোধে উদ্বুদ্ধ হয়, নতুন আদর্শে অনুপ্রাণিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।