নগরীর বায়েজিদ থানাধীন আতুরার ডিপো এলাকায় বিএসটিআই’য়ের অনুমোদহীন এবং অস্বাস্থ্যকর পরিবেশে দই তৈরির দায়ে ‘বগুড়ার মিষ্টি দই’ নামের একটি কারখানাকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম। গোপন তথ্যের ভিত্তিতে গতকাল অধিদপ্তরের সহকারী পরিচালক আনিসুর রহমান এ অভিযানের নেতৃত্ব দেন।
অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন অনুমোদন ছাড়াই দই উৎপাদন করছে এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত করছে। ফলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ও ৪৪ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং দই তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এছাড়া কারখানার মালিককে বিএসটিআই অনুমোদন না পাওয়া পর্যন্ত দই উৎপাদন বন্ধ রাখার লিখিত অঙ্গীকারনামা দিতে বাধ্য করা হয়।
অপরদিকে নগরীর ফলমণ্ডি পাইকারি বাজার ও বন্দরের ফকিরহাট বাজারে কৃষি বিপণন আইন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইন অমান্য করার দায়ে ৬টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।
গতকাল পৃথক অভিযান চালিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে এ জরিমানা করা হয়। জেলা প্রশাসনসূত্র জানায়, নগরীর ফলমণ্ডি পাইকারি বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিব শাহরিয়ার, সাদমান সহিদ ও ইজহারুল আহম্মেদ শিহাব। মোবাইল কোর্ট পরিচালনাকালীন নানা অসংগতির জন্য কৃষি বিপণন আইন, ২০১৮ ও ভোক্তা অধিকার–সংরক্ষণ আইন,২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৪ টি প্রতিষ্ঠানকে ৪টি মামলায় ১১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
অপরদিকে নগরীর বন্দর থানার ফকিরহাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত হালদার ও রাইয়ান ফেরদৌস। এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করা, পণ্যের যথাযথ মোড়ক ব্যবহার না করা সহ বিভিন্ন অনিয়মের জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ২ প্রতিষ্ঠানকে ২ টি মামলায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পৃথক এ অভিযানে চলাকালে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও বিক্রেতাদের সতর্ক করা হয় এবং ভোক্তাদের অধিকার সম্পর্কে সচেতন করা হয়। পুরো রমজান মাসব্যাপী জেলা প্রশাসনের এরূপ অভিযান নিয়মিত চলমান থাকবে এবং বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে জানিয়েছে জেলা প্রশাসন।