বক্সিরহাট ওয়ার্ডে বিএনপির পথসভা

| মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫ at ১১:৩৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম৯ আসনের কোতোয়ালী থানাধীন ৩৫ নম্বর বক্সিরহাট ওয়ার্ডে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচার ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মো. শামসুল আলম। অনুষ্ঠানে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান, সদস্য এ.কে. খান, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. তৈয়ব এবং বাকলিয়া থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম.আই. চৌধুরী মামুন উপস্থিত ছিলেন। এছাড়া ৩৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুর হোসেন নুরু, বেলাল উদ্দিন চৌধুরী, হাজী নুরুল আকতার সওদাগর, এস. এম. মফিজ উল্লাহ, দিদারুল ইসলাম দিদার, রফিকুল আলম সওদাগর, জালালুদ্দিন চৌধুরীসহ স্থানীয় নেতারা কর্মসূচিতে যোগ দেন। কর্মসূচিতে আরও অংশ নেন ৩৩ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি আকতার খাঁন, ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. সেকান্দর, ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক এস.এম. সেলিম, ১৮ নম্বর ওয়ার্ডের সদস্য সচিব আলী আজগর, ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মো. হাসান ও সদস্য সচিব মো. সালাউদ্দিনসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও মহিলা দলের নেতাকর্মীরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসুশৃঙ্খল জাতি গঠনে স্কাউটিংয়ের ভূমিকা অপরিসীম
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে প্লাস্টিকের গুদামে আগুন