বক্সিরহাট ইয়ংম্যান্স ক্লাবের হ্যান্ডবল দলের জার্সি উন্মোচন

| সোমবার , ৪ সেপ্টেম্বর, ২০২৩ at ১০:৪২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রিমিয়ার ডিভিশন হ্যান্ডবল লিগে অংশগ্রহণ করছে বক্সিরহাট ইয়ংম্যান্স ক্লাব। লিগে অংশগ্রহণের লক্ষ্যে গতকাল ক্লাবের হ্যান্ডবল দলের জার্সি উন্মোচন করা হয়। প্রধান অতিথি হিসেবে দলের জার্সি উন্মোচন করেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মোহাম্মদ হাফিজুর রহমান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিজেকেএস কাউন্সিলর আলী হাসান রাজু, আব্দুল ওয়াহেদ রিপন, সাইফুল আলম খান, চট্টগ্রাম হ্যান্ডবল একাডেমির সাধারণ সম্পাদক ও বক্সিরহাট ইয়ংম্যান্স ক্লাবের হ্যান্ডবল দলের কোচ মোহাম্মদ মারুফ, দলের সহকারী কোচ জনি দাশ, আব্দুল মজিদ খান রাসেল এবং আলমগীর আলম রাজু প্রমুখ। জার্সি উন্মোচন অনুষ্ঠানে আশা করা হয় এবারের হ্যান্ডবল লিগে ভাল করবে বক্সিরহাট ইয়ংম্যান্স ক্লাব। আর সে লক্ষ্যেই তারা দল গঠন করেছে বলে জানিয়েছে ক্লাবের কর্মকর্তারা।

পূর্ববর্তী নিবন্ধঅনূর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ ক্রিকেটারদের জ্ঞাতার্থে
পরবর্তী নিবন্ধজাতীয় সেপাক টাকরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে চট্টগ্রাম জেলা দল