বক্সিরহাটে বিশুদ্ধ ঠাণ্ডা ও গরম পানির মেশিন উদ্বোধন

| বৃহস্পতিবার , ২৪ ডিসেম্বর, ২০২০ at ১২:২৪ অপরাহ্ণ

সামাজিক সংগঠন হাসির উদ্যোগে নগরীর বক্সিরহাটে আনসার ক্লাবের সামনে আরেকটি বিশুদ্ধ ঠাণ্ডা ও গরম পানির মেশিন উদ্বোধন করেছেন চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন। গতকাল বুধবার এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেম্বার পরিচালক সৈয়দ সগীর আহমেদ, আবুল মনসুর, আফছার উদ্দিন, কাউন্সিলর পদপ্রার্থী পুলক খাস্তগীর, মোহাম্মদ মহিউদ্দিন, সোলাইমান সুমন, মো. মোর্শেদ আলম, মোহাম্মদ আইয়ুব, শহিদুল আলম লিটন, মহিউদ্দিন সুমন, মোহাম্মদ লিটন, ইরফানুল আলম হিমেল, সাইফ উদ্দিন, আনিসুল ইসলাম সৌমিক, তোফাজ্জল হোসেন রোকন ও সৌরভ সেন। উল্লেখ্য, সৌদি প্রবাসী মোছলেহ উদ্দিন মুন্নার এই সংগঠন ইতোমধ্যে তিনটি পানির মেশিন স্থাপন করেছে। গতকাল সংগঠনের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র, পথচারীদের মাঝে সার্জিক্যাল মাস্ক ও নতুন ক্যালেন্ডার বিতরণ করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকল্পলোক আবাসিকের সাধারণ সভা
পরবর্তী নিবন্ধসংশোধনী