বক্সিংয়ে বাইডেনকে হারিয়ে দিতে পারব : ট্রাম্প

| শনিবার , ১১ সেপ্টেম্বর, ২০২১ at ৭:০২ পূর্বাহ্ণ

বেফাঁস মন্তব্য করে মাঝেমধ্যেই আলোচনায় আসেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে চ্যালেঞ্জ করে ট্রাম্প বললেন, বক্সিং লড়াইয়ে বাইডেনকে তিনি হারাতে পারবেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, গত বৃহস্পতিবার বাইডেনকে নিয়ে এ মন্তব্য করেন ট্রাম্প। ইভান্ডার হলিফিল্ড বনাম ভিটর বেলফোর্টের মধ্যকার বক্সিং লড়াইয়ের প্রচারণায় তিনি বলেন, বক্সিং লড়াই হলে বাইডেন খুব দ্রুতই আমার কাছে ধরাশায়ী হবেন।
বক্সিং লড়াইয়ের ওই প্রচারণা অনুষ্ঠানে টেলিফোনের মাধ্যমে এসব কথা বলেন ট্রাম্প। তার এ মন্তব্য ঘিরে নতুন করে আলোচনা হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। খবর বাংলানিউজের

পূর্ববর্তী নিবন্ধ২০ কেজি ওজন কমিয়ে দেখা দিলেন কিম
পরবর্তী নিবন্ধশি-বাইডেন ফোনালাপ