আনোয়ারা উপজেলা সদরে বকেয়া টাকা পরিশোধ করতে বলায় মো. মহিউদ্দীন নামের এক দোকানির ওপর হামলা ও দোকান ভাংচুরের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার সন্ধ্যা ৭টায় উপজেলা পরিষদ সংলগ্ন জিলানী কুলিং কর্নারে এই ঘটনা ঘটে। হামলায় দোকানি মোহাম্মদ মহিউদ্দিন (১৮), তার বড় ভাই মো. সাইফুল ইসলাম (৩০), মো. নয়ন (২৮) ও তার মা ফাতেমা বেগম (৫০) আহত হয়।
হামলার সময় ঘটনাস্থল থেকে আবদুল হাসিফ নামের একজনকে পুলিশ গ্রেপ্তার করে। এ ঘটনায় ১২ জনকে অভিযুক্ত করে থানায় একটি মামলা হয়েছে। দোকানি মো. মহিউদ্দীন বলেন, অভিযুক্ত মো. ফরিদ বিভিন্ন সময়ে আমার দোকান থেকে ৮০০ টাকা বাকিতে খান। কিন্তু বার বার তাগিদ দেওয়ার পরও ফরিদ সময়মত বকেয়া টাকা পরিশোধ করেনি।
গত মঙ্গলবার বিকেলে ফরিদের দেখা পেয়ে তার কাছে পাওনা টাকা চাইলে ফরিদ টাকা না দিয়ে উল্টো আমার সাথে বাকবিতণ্ডা করে চলে যায়। এর কয়েক ঘণ্টা পর সন্ধ্যা ৭টায় ফরিদের দুই ভাইসহ বহিরাগত ২৫-৩০ জন যুবক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠান ও পরিবারের উপর হামলা করে আমাদের আহত করে, দোকানের জিনিসপত্র ভাংচুর করে নগদ টাকা, মোবাইল এবং প্রয়োজনীয় মালামাল নিয়ে যায়।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ ওসি মীর্জা মুহাম্মদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দোকানে হামলার খবর পেয়ে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অন্যান্য অভিযুক্তদের আটক করার বিষয়ে চেষ্টা চলমান রয়েছে।