চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে রাজস্ব সার্কেল-৪ এর আওতাধীন রেয়াজউদ্দিন বাজারস্থ রয়েল প্লাজা ও আমতল এলাকায় পরিচালিত অভিযানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে বকেয়া ট্রেড লাইসেন্স ফি বাবদ ৫১ হাজার ৮০০, আয়কর বাবদ ৫০ হাজার ৫০০ ও ভ্যাট বাবদ ৩ হাজার ৪৫০ টাকা আদায় করা হয়।
এই সময় ট্রেড লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনার দায়ে ৩ ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অন্য এক অভিযানে স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের নেতৃত্বে রাজস্ব সার্কেল-১ এর আওতাধীন ষোলশহর সুপার মার্কেট ও কর্ণফুলী কমপ্লেক্সে পরিচালিত অভিযানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে বকেয়া ট্রেড লাইসেন্স ফি বাবদ ৪৯ হাজার, আয়কর বাবদ ৪২ হাজার ও ভ্যাট বাবদ ৭ হাজার ৩৫০ টাকা আদায় করা হয়।
এই সময় ট্রেড লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনার দায়ে ২ ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই আদালত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শকের দায়েরকৃত মোকদ্দমায় ২ ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করে। বকেয়া হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফি আদায়ের এই অভিযান অব্যাহত থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।