বকেয়ার দাবিতে শাহ আমানত সেতু এলাকায় পোশাক শ্রমিকদের অবরোধ

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ১৭ নভেম্বর, ২০২২ at ৩:১৯ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকার ডিপ অ্যাপারেলস নামে একটি পোশাক কারখানা গত পাঁচ মাস ধরে শ্রমিকদের বেতন না দিয়ে বন্ধ করে দিয়েছে। এর প্রতিবাদে দুটি সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ওই অ্যাপারেলস’র ৬ শতাধিক শ্রমিক।

এতে করে ওই রাস্তা দিয়ে চলাচল করা সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা ভোগান্তিতে পড়েছেন। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল থেকে নগরের শাহ আমানত সেতু এলাকার মেরিন ড্রাইভ সড়ক ও নতুন চাক্তাই সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা।

শ্রমিকরা জানায়, মালিকপক্ষ যতক্ষণ বৈঠকে বসে বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেবে না ততোক্ষণ সড়ক অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যাবেন তারা। এসময় পুলিশ গিয়ে তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করলেও তারা শুনছেন না।

জানা গেছে, নগরের বাকলিয়া এলাকায় ডিপ অ্যাপারেলস নামের প্রতিষ্ঠানটির দুটি কারখানা রয়েছে। সেখানে ৬ শতাধিক শ্রমিক কাজ করে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্তে রীতিমত বিপাকে পড়ার কথা জানালেন শ্রমিকরা। এসময় শাহ আমানত সেতু এলাকার মেরিন ড্রাইভ সড়ক ও নতুন চাক্তাই সড়ক অবরোধ করে রেখেছে তারা।

কারখানাটির এক শ্রমিক বলেন, আমাদেরকে আগে থেকে কোন কিছুই জানানো হয়নি। আজ সকালে এসে নোটিশ দেখতে পাই। কারখানা নাকি মালিক বন্ধ করে দিবেন। আমাদের এখনো বেতন বকেয়া আছে। তার উপর অন্য কারখানাগুলোতে এখন লোক নিচ্ছে না। আমরা দুশ্চিন্তায় পড়ে গেলাম। জানি না কিভাবে ঘর সংসার সামলাবো।

কারখানা মালিকের বরাত দিয়ে শিল্প পুলিশ বলছে, বর্তমানে পোশাক কারখানাটিতে কোন কাজের অর্ডার নেই। আয় না থাকায় ৬শ শ্রমিকের বেতন চালাতে হিমশিম খাচ্ছে মালিক। তাই তারা কারখানা বন্ধ করে শ্রমিক ছাটাইয়ের মতো সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসয়াবিন তেল-চিনির দাম আবারও বাড়ল
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ে অস্ত্রসহ সন্ত্রাসী আটক