নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এক কিলোমিটার এলাকায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকেরা। গতকাল রোববার বিকাল ৩টার দিকে সিলেকশন ফ্যাশন নামের একটি কারখানার ৬০–৭০ জন শ্রমিক প্রায় ঘণ্টাখানেক সড়ক অবরোধ করলে আশপাশের সড়কে তীব্র যানজট দেখা দেয়। পরে মালিকপক্ষের আশ্বাসের প্রেক্ষিতে শ্রমিকেরা অবরোধ তুলে নেয়। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন আজাদীকে বলেন, বহদ্দারহাট এক কিলোমিটার এলাকায় বকেয়া বেতনের দাবিতে কিছু সংখ্যক শ্রমিক সড়ক অবরোধ করে। খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে মালিকপক্ষ শ্রমিকদের আশ্বস্ত করেছে আগামীকাল (আজ) বকেয়া পরিশোধ করা হবে। মালিকের আশ্বাসের পর শ্রমিকরা অবরোধ তুলে কাজে ফিরে যায়।