বউকে ঢুকতে বাধা দেয়ায় ঘরে আগুন দিল পুত্র

পিতার ওপর ক্ষোভ

ঈদগাঁও প্রতিনিধি | শুক্রবার , ২২ মার্চ, ২০২৪ at ৪:৫৪ পূর্বাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নে পিতাপুত্রের মতবিরোধের জেরে নিজ বসতঘরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়ার ঘটনা ঘটেছে। এতে বসতবাড়ির আসবাবপত্র, নগদ টাকা, প্রয়োজনীয় জিনিসপত্র সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে পোকখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মধ্যম নাইক্ষ্যংদিয়া এলাকার হাফেজ জামাল হোসেনের বসতবাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত ছেলে ওসমান গণি পলাতক রয়েছে।

পিতা হাফেজ জামাল হোসেন জানান, বেপরোয়া আচরণ, অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় মাস তিনেক আগে রাগ করে বাপের বাড়ি চলে যায় পুত্রবধূ। আত্মীয়স্বজনের মাধ্যমে সেখানেও একইরকম চলাফেরা করার খবর পাওয়া যায়। বৃহস্পতিবার দুপুরে সে পুনরায় ঘরে ফিরে এলে আমি বাধা প্রদান করি। বিষয়টি মুঠোফোনে সে তার স্বামী ওসমান গণিকে জানালে ক্ষিপ্ত হয়ে দুই লিটার পেট্রোল এনে বাড়ির চারদিকে ছড়িয়ে দিয়ে আগুন লাগিয়ে দেয়। মুহূর্তের মধ্যে বাড়িটি পুড়ে ছাই হয়ে যায়। আগুনের লেলিহান চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করলে তাতেও বাধা দেয় ওসমান গণি। যার ফলে বাড়িটি রক্ষা করা যায়নি। এ ঘটনায় বসতবাড়ির প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় ওয়ার্ড মেম্বার মোহাম্মদ আলম জানান, লোকমুখে শুনেছি পিতার সঙ্গে মতবিরোধের জেরে ছেলে ওসমান গণি ঘরে আগুন লাগিয়ে দিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধএ বছর সর্বনিম্ন ফিতরা ১১৫ টাকা
পরবর্তী নিবন্ধসিটি স্ক্যাপের এমডি কারাগারে