সারাবছর ধরে আমাদের বইপ্রিয় মানুষরা অপেক্ষা করে থাকে কখন বইমেলা হবে? আমরা আমাদের সবপ্রিয় বইগুলোকে একসাথে পাবো, এরকম একটা অনুভূতি আমাদের মধ্যে কাজ করে।
প্রজন্ম থেকে প্রজন্মান্তরের যে জানা অজানার পরিধিকে বাড়িয়ে নিজের মধ্যে নতুনত্বের সৃষ্টি করে সেটা হলো বই। বই একটা মানুষ ও তার চরিত্রকে পুরোপুরিভাবে বদলে দিতে পারে। একজন মানুষের মনুষ্যত্ববোধ, ন্যায়পরায়নতা, আদর্শবান হওয়া, এসব অসাধারণ গুণাবলিগুলো মানুষের মধ্যে সৃষ্টি হয় বই পড়ার মাধ্যমে। প্রতিটি জীবনই সুন্দর, প্রতিটি জীবনই সফল। আমাদের কাজ হলো অন্যের ক্ষতি না করে জীবনটাকে সঠিকভাবে যাপন করে যাওয়া। অন্যের সাফল্যে আমাকে খুশি হতে হবে, অন্যের আনন্দে আমাকে আনন্দিত হতে পারতে হবে, ব্যর্থতায় ভেঙে পড়া যাবেনা, পরিস্থিতি যতোই খারাপ হোক আমি ধৈর্য দিয়ে ওই সময় খুশিখুশি পার করবো, প্রতিটি বিষয়কে এভাবে ভাবতে হবে। আর এই মন–মানসিকতা তৈরি করার জন্য প্রচুর পড়ালেখা করতে হবে, ভালো বই পড়তে হবে, আর ভালো বইগুলো কালেকশন করার জন্য বইমেলা খুবই জরুরি।